আজকাল ওয়েবডেস্ক : বিশ্বকাপ ক্রিকেটেও এবার দূষণের ছায়া। ইতিমধ্যেই দিল্লিতে থাকা ক্রিকেটারদের শ্বাসকষ্টের সমস্যা দেখা দিয়েছে। দিল্লি-মুম্বই-কলকাতায় যেভাবে দূষণের মাত্রা বাড়ছে তা অস্বাস্থ্যকর বলেই মনে করছে ক্রিকেটাররা। দিল্লিতে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচের অনুশীলন বাতিল করে দিতে বাধ্য হয়েছিলেন দুই দেশের ক্রিকেটাররা। ক্রিকেট দলের সঙ্গে থাকা চিকিৎসকরা তাদের তেমনই বলেছিলেন। কয়েকজন ক্রিকেটার তো হোটেলের ঘর থেকে বাইরে বেরই হননি। প্রসঙ্গত, বিগত বেশ কয়েকদিন ধরে দিল্লিতে বায়ুদূষণের মাত্রা অনেকটাই বেড়েছে। দিল্লির আশেপাশের বেশ কয়েকটি রাজ্য থেকে নাড়া পোড়ানো থেকে এই দূষণের মাত্রা আরও বেড়েছে বলেই জানিয়েছেন পরিবেশবিদরা। বিগত সপ্তাহে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকেও এনিয়ে সরব হতে দেখা গিয়েছে। তিনি সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন, খেলার উপযুক্ত পরিবেশ নেই। দেশের শিশুদের শারীরিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিলেন রোহিত। ইংল্যান্ড দলের তারকা অলরাউন্ডার বেন স্টোকসও অনুশীলন চলাকালীন ইনহেলার নিতে বাধ্য হয়েছিলেন। তার কথায় সহমত পোষণ করেছিলেন ইংরেজ দলের আরেক ব্যাটার জো রুটও। তিনিও জানান শ্বাস নিতে রীতিমতো কষ্ট হয়েছে। একইভাবে বায়ুদূষণের বিরুদ্ধে সরব ছিলেন দক্ষিণ আফ্রিকার বেশ কয়েকজন ক্রিকেটাররাও।