আজকাল ওয়েবডেস্ক: আহমেদাবাদে প্লে অফের প্রথম দুটো ম্যাচে বৃষ্টি হয়নি। নির্বিঘ্নে খেলা শেষ হয়েছে। কিন্তু চেন্নাইয়ে সেই সম্ভাবনা কম। রয়েছে বৃষ্টির ভ্রুকুটি। শুক্রবার এমএ চিদম্বরম স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ এবং রাজস্থান রয়্যালস। কেকেআর ফাইনালে উঠে গিয়েছে। কাল দ্বিতীয় ফাইনালিস্ট পাওয়া যাবে। কিন্তু বৃষ্টির জন্য খেলা ভেস্তে গেলে কী হবে? আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী যার সম্ভাবনা প্রবল। চলতি আইপিএলে এখনও পর্যন্ত তিনটে ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়েছে। চিপকে আগামী তিনদিন হালকা বৃষ্টির পূর্বাভাস আছে। সেক্ষেত্রে রবিবার ফাইনালের দিনও আবহাওয়া বাঁধ সাধতে পারে। তবে ম্যাচ পুরোপুরি ভেস্তে যাওয়ার সম্ভাবনা কম। আইপিএল ফাইনালের রিজার্ভ ডে আছে। কিন্তু প্লে অফের ম্যাচগুলোতে কোনও রিজার্ভ ডে নেই। তাই যদি বৃষ্টির জন্য খেলা ভেস্তে যায় তাহলে লিগ টেবিলের পজিশন অনুযায়ী দ্বিতীয় ফাইনালিস্ট বাছা হবে। সেক্ষেত্রে ফাইনালে নাইটদের মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ। পয়েন্ট টেবিলে দুই দলের পয়েন্ট সমান। ১৭ পয়েন্ট হায়দরাবাদ এবং রাজস্থানের। কিন্তু রানরেটে এগিয়ে থাকার সুবাদে দ্বিতীয় স্থানে শেষ করেন কামিন্সরা। তাই বৃষ্টিতে খেলা ভেস্তে গেলে ফাইনালে সানরাইজার্সের মুখোমুখি হবে নাইটরা। চলতি মরশুমে ইতিমধ্যেই দু'বার দু'দলের সাক্ষাৎ হয়েছে। দু'বারই জেতে নাইটরা। শ্রেয়সদের হ্যাটট্রিকের স্বপ্নভঙ্গের জন্য আপ্রাণ চেষ্টা করবে কামিন্সরা। তবে সবটাই নির্ভর করছে আবহাওয়ার ওপর। শুক্রবার পুরো ম্যাচ খেলেই ফাইনালে যেতে চাইবে দুই দল।
