রবিবার ০৫ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Sumit | ২৩ মে ২০২৪ ২০ : ৩২Sumit Chakraborty
বিভাস ভট্টাচার্য : বহু ব্যবহারেও তাঁর সম্পর্কে কথাটা ক্লিশে হয়ে যায়নি। 'আমি তোমাদেরই মেয়ে'। রাস্তার দুধারে ভিড়। মহিলাদের উলুধ্বনি, শঙ্খধ্বনি। পুলিশের ব্যারিকেড ভেঙে ছোঁয়ার চেষ্টা। এককথায় বাঁধ না মানা আবেগ। কামারহাটি পুরসভা থেকে শুরু করে সিথির মোড় পর্যন্ত। পাশে বরানগর বিধানসভায় উপনির্বাচনের প্রার্থী রূপালি পর্দার সায়ন্তিকা ব্যানার্জি ,দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌগত রায়-সহ প্রখ্যাত সরোদ শিল্পী টনি বোস থাকলেও তিনিই যে দু'পাশের ভিড়ের মূল আকর্ষণ এটা আবার বুঝিয়ে দিলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি।
সাধারণত যে কোনও পদযাত্রায় মমতা হাঁটেন পথের মাঝখান দিয়ে। এদিন অধিকাংশ রাস্তায় তিনি হাঁটলেন ডানদিক দিয়ে। চলতে চলতে কোথাও দাঁড়িয়ে পড়লেন, আবার কোথাও এগিয়ে গিয়ে অনুরাগীদের সঙ্গে হাতও মেলালেন। বৃহস্পতিবার দুপুরে চাঁদিফাটা গরমে তাঁকে দেখতে দরদর করে ঘামছেন পথের পাশের জনতা। ঘামছেন মমতা ও অন্যরাও। কিন্তু পরোয়া নেই। পায়ে পায়ে হেঁটে রাজ্য পুলিশের এলাকা থেকে তৃণমূল নেত্রী ঢুকে পড়লেন কলকাতা পুলিশের এলাকায়। দমদম লোকসভা কেন্দ্রের কিছুটা অংশ কলকাতা পুলিশের এলাকায়। সিঁথির মোড়ে তৃণমূল নেত্রী পা মেলালেন জনজাতিদের নাচের তালে। বাজালেন তাঁদের বাদ্য। এখান থেকেই মমতা ছুটলেন কলকাতায় বৌবাজারে। উত্তর কলকাতার প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী সভায় যোগ দিতে। জেলার নির্বাচন প্রায় শেষ। শুরু হবে কলকাতার নির্বাচন। যাওয়ার আগে পথের ধারে তৈরি অস্থায়ী তাঁবুতে বসে কিছু প্রয়োজনীয় নির্দেশও দিয়ে গেলেন দলীয় নেতাদের। গাড়িতে ওঠার আগে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বলে গেলেন, 'আপনাদের পাশে ছিলাম, আছি, থাকব।'