আজকাল ওয়েবডেস্ক: যাঁর হাসির দিকে তাকিয়ে পাগল অগণিত মানুষ, যাঁর সিগনেচার পোজ দেখতে মুখিয়ে থাকেন সকলে, তিনি হাসপাতালে! বুধবার আচমকাই জানা গেল, অসুস্থ বলিউডের বাদশা শাহরুখ খান। ভর্তি আমেদাবাদের কেডি হাসপাতালে। স্বাভাবিক ভাবেই এই খবর প্রকাশ্যে আসতেই, ভেঙে পড়েছেন কিং খানের অনুরাগীরা।  

মঙ্গলবারই নাইট রাইডার্সের খেলায় তাঁর উজ্জ্বল উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল। দলের জয়ের উদযাপনেও সামিল হয়েছিল। আচমকা কী হল তাঁর? সূত্রের খবর, ভিড় স্টেডিয়ামে আচমকাই লু লাগে বাদশার। ডিহাইড্রেশন হয় বলেও জানা গিয়েছে। তারপরেই আর দেরি না করে, আমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি করা হয় বুধবার। তবে সর্বশেষ খবর অনুযায়ী, বুধবার দুপুর ১টা নাগাদ তাঁকে ভর্তি করা হলেও প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর ছেড়ে দেওয়া হয়েছে হাসপাতাল থেকে।
কেমন আছেন কিং খান? হাসপাতাল কর্তৃপক্ষ এই বিষয়ে এখনও কোনও বিবৃতি না দিলেও, জানা যাচ্ছে এখন সুস্থ আছেন বাদশা। তাঁকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। তাতেও যদিও অনুরাগীদের চিন্তা কমেনি। তাঁরা অপেক্ষা করছেন, ফের ম্যাজিকাল হাসি নিয়ে কিং খানের সামনে এসে দাঁড়ানোর।