সোমবার ০৩ ফেব্রুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২১ মে ২০২৪ ২৩ : ০৬Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: আবার স্বপ্ন দেখাচ্ছেন গৌতম গম্ভীর। আইপিএলের ফাইনালে কলকাতা নাইট রাইডার্স। মঙ্গলবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদকে কার্যত উড়িয়ে দিল নাইটরা। ৮ উইকেটে জয়। ৩৮ বল বাকি থাকতে জয়সূচক রানে পৌঁছে যায় কেকেআর। মাঠ থেকে গ্যালারি, মাতল উচ্ছ্বাসে। গ্যালারি থেকে চুম্বন ছুড়ে দিলেন শাহরুখ খান। মাঠে তখন মুচকি হাসি গম্ভীরের মুখে। দলের নিউক্লিয়াস যে তিনিই। গম্ভীর ফিরতেই নাইটরা ফাইনালে। ট্রফির স্বপ্ন দেখা শুরু। পুরোপুরি একপেশে ম্যাচ। কেকেআরের বোলারদের কাছে আত্মসমর্পণ হায়দরাবাদের। ২০২১ সালের পর আবার ট্রফির জন্য লড়বে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। সেবার চেন্নাইয়ের কাছে হারতে হয়েছিল। কিন্তু আগামী রবিবার ফেভারিট হিসেবেই নামবে কেকেআর। এই নিয়ে মোট চতুর্থবার আইপিএলের ফাইনালে। এর আগে তিনবার ফাইনালে ওঠে নাইটরা। প্লে অফে অষ্টমবার। তারমধ্যে দু'বার চ্যাম্পিয়ন হয়। ২০১২ এবং ২০১৪ সালে গৌতম গম্ভীরের অধিনায়কত্বে আইপিএল জেতে কেকেআর। এবারও নাইটদের ডাগআউটে জিজি। তবে এবার ভূমিকা বদলালেও ভাগ্য বদলায়নি। মেন্টর হিসেবে নাইটদের ফাইনালে তুললেন। এর আগে যেবার একনম্বরে থেকে প্লে অফে গিয়েছিল কেকেআর, সেবার চ্যাম্পিয়ন হয়েছিল। এবারও কি সেদিকেই এগোচ্ছেন গম্ভীররা? মঙ্গলবার প্রথমে ব্যাট করে ১৯.৩ ওভারে ১৫৯ রানে অলআউট হয়ে যায় সানরাইজার্স হায়দরাবাদ। জবাবে ১২.৪ ওভারেই ২ উইকেটের বিনিময়ে জয়সূচক রানে পৌঁছে যায় নাইটরা।
মঙ্গল রাতে চলতি আইপিএলের সেরা পারফরম্যান্স কেকেআরের। মিচেল স্টার্ক, বরুণ চক্রবর্তীদের সামনে দাঁড়াতেই পারেনি সানরাইজার্সের ব্যাটাররা। এদিন লড়াইটা ছিল হায়দরাবাদের ব্যাটিংয়ের সঙ্গে কেকেআরের বোলিংয়ের। তাতে সফল নাইটদের বোলাররা। পাওয়ার প্লের মধ্যে মাত্র ৩৯ রানে ৪ উইকেট হারায় হায়দরাবাদ। ওপেনারদের ব্যর্থতা সানরাইজার্স শিবিরের সবচেয়ে বড় ধাক্কা। এতদিন ট্রাভিস হেড এবং অভিষেক শর্মার জুটি ৯০ শতাংশ ম্যাচ জেতায়। কিন্তু এদিন দ্বিতীয় বলেই হেডকে বোল্ড করেন স্টার্ক। শূন্য রানে ফেরেন অজি ওপেনার। ধাক্কা সামলানোর আগেই ফেরেন ছন্দে থাকা আরেক ব্যাটার অভিষেক। ৩ রান করেন তিনি। অগ্নিপরীক্ষা ছিল মিডল অর্ডারের। কিন্তু পারেনি। রান পাননি নীতিশ কুমার রেড্ডি (৯), শাহবাজ আহমেদ (০), আব্দুল সামাদ (১৬)। হায়দরাবাদের একমাত্র সফল ব্যাটার রাহুল ত্রিপাঠি। ১টি ছয়, ৭টি চারের সাহায্যে ৩৫ বলে ৫৫ রান করেন। হেনরিচ ক্লাসেনের সঙ্গে জুটি বেঁধে পঞ্চম উইকেটে ৬২ রান যোগ করে এই জুটি। কিন্তু বড় শট খেলতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন প্রোটিয়া ব্যাটার। ২১ বলে ৩২ রান করে আউট হন। দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। সেই সময় পার্টনারশিপ গড়ে তোলার দিকে নজর দেওয়া উচিত ছিল। সামাদের ভুলে অহেতুক রান আউট হন ত্রিপাঠি। এটাই টার্নিং পয়েন্ট। পরের দিকে নিজেদের উইকেট ছুড়ে দেয় হায়দরাবাদের ব্যাটাররা। ১৫তম ওভারে ১২৬ রানে ৯ উইকেট হারায় সানরাইজার্স। শেষদিকে গুরুত্বপূর্ণ ৩০ রান যোগ করেন কামিন্স। ৩ উইকেট নেন স্টার্ক। জোড়া উইকেট বরুণের।
রান তাড়া করতে নেমে অনায়াসেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নাইটরা। শুরু থেকেই মারকুটে মেজাজে পাওয়া যায় কেকেআরের নতুন ওপেনিং জুটিকে। প্রথম উইকেটে ৪৪ রান যোগ করে। ১৪ বলে ২৩ রানে ফেরেন গুরবাজ। এদিন বড় রান পাননি সুনীল নারিন। ১৬ বলে ২১ করে আউট হন। তবে কেকেআরের প্রত্যেক ব্যাটারই রান পায়। দলকে জয়ে পৌঁছে দেন দুই আইয়ার। ভেঙ্কটেশ এবং শ্রেয়স। দুর্দান্ত ব্যাটিং। তৃতীয় উইকেটে ৪৪ বলে ৯৭ রানের পার্টনারশিপ। দাপুটে ইনিংস দু'জনের। দু'জনেই অর্ধশতরান পান। ৪টি ছয়, ৫টি চারের সাহায্যে ২৮ বলে ৫১ রানে অপরাজিত ভেঙ্কটেশ। সমসংখ্যক ছয়, চারে ২৪ বলে ৫৮ রানে নটআউট শ্রেয়স। চলতি আইপিএলে নাইটদের নেতার দ্বিতীয় অর্ধশতরান। গোটা টুর্নামেন্ট ম্যাড়ম্যাড়ে গেলেও আসল সময় ছন্দে ফিরলেন শ্রেয়স।
তবে হাত কামড়াবেন প্যাট কামিন্স। কেকেআরের নেতাকে ফেরানোর সুযোগ এসেছিল। কিন্তু দু'বারই ক্যাচ ফস্কায়। একবার মিস করেন ক্লাসেন, অন্যবার হেড। তখন শ্রেয়স ফিরে গেলে হয়তো কিছুটা চাপে পড়ত নাইটরা। কিন্তু ভাগ্য সবসময় সাহসীদের সঙ্গ দেয়। ন্যায্য দল হিসেবেই ফাইনালে কেকেআর। চ্যাম্পিয়নদের মতোই খেলছে গম্ভীরের দল। কাপ এবং ঠোঁটের মধ্যে আর বেশি দূরত্ব নেই।
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
অভিষেকের রেকর্ড শতরান, শামির দুরন্ত বোলিংয়ে ছারখার ইংল্যান্ড, দাপুটে জয়ে সিরিজ পকেটে পুরল ভারত...
মুম্বইয়ে ফিরলেন সামি, বিশ্রাম দেওয়া হল কাকে?
এগিয়ে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি, ফাইনালে মুখোমুখি হবে কোন দুই দেশ? ভবিষ্যদ্বাণী শাস্ত্রী-পন্টিংয়ের ...
কোহলি-রোহিতকে নিয়ে চিন্তায় দেশ, স্বস্তির কথা শোনালেন সৌরভ, কী বললেন তিনি? ...
তারকা ফুটবলারদের সৌদি যাওয়া রুখতে অভিনব উপায় বার্সেলোনার, কী করল ইয়ামালের ক্লাব? ...
লজ্জার হারে মহমেডান সমর্থকদের বিক্ষোভ, ১৫টি ক্লিনশিট রাখাই লক্ষ্য শুভাশিসের...
চার গোলে রিংমাস্টার কামিন্স, মহমেডানকে হেলায় হারাল মোহনবাগান...
চ্যাম্পিয়ন্স ট্রফিতে অন্য ভূমিকায় দেখা যাবে বাবর আজমকে, জানিয়ে দিল পিসিবি ...
সামিকে নিয়ে আশার বাণী শোনালেন মর্কেল, কী বললেন ভারতের বোলিং কোচ? ...
ভিনিসিয়াস কি রিয়াল ছাড়ছেন? সৌদির লোভনীয় টাকার প্রস্তাব পেয়ে ব্রাজিলীয় তারকা যা বললেন......
এক ম্যাচ বাকি থাকতে সিরিজ জয়, অভিষেকে চমক হর্ষিত রানার ...
একাধিক গোল মিস, ভাঙা দলে মুম্বই থেকে এক পয়েন্ট নিয়ে ফিরছে ইস্টবেঙ্গল...
প্রাথমিক বিপর্যয় সামলে 'ব্রাত্য' তারকার হাত ধরেই ম্যাচে ফিরল ভারত...
অনিশ্চিত রডরিগেজ, মিনি ডার্বির আগে অভিনব অনুশীলন মোহনবাগানে...
হারানোর কিছু নেই, অলআউট ঝাঁপানোর বার্তা দিলেন মেহরাজ...