শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

খেলা | KKR: বলে স্টার্ক, ব্যাটে দুই আইয়ার! একপেশে ম্যাচে বিরাট জয়ে আইপিএলের ফাইনালে কেকেআর

Sampurna Chakraborty | ২১ মে ২০২৪ ২৩ : ০৬Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: আবার স্বপ্ন দেখাচ্ছেন গৌতম গম্ভীর। আইপিএলের ফাইনালে কলকাতা নাইট রাইডার্স। মঙ্গলবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদকে কার্যত উড়িয়ে দিল নাইটরা। ৮ উইকেটে জয়। ৩৮ বল বাকি থাকতে জয়সূচক রানে পৌঁছে যায় কেকেআর। মাঠ থেকে গ্যালারি, মাতল উচ্ছ্বাসে। গ্যালারি থেকে চুম্বন ছুড়ে দিলেন শাহরুখ খান। মাঠে তখন মুচকি হাসি গম্ভীরের মুখে। দলের নিউক্লিয়াস যে তিনিই। গম্ভীর ফিরতেই নাইটরা ফাইনালে। ট্রফির স্বপ্ন দেখা শুরু। পুরোপুরি একপেশে ম্যাচ। কেকেআরের বোলারদের কাছে আত্মসমর্পণ হায়দরাবাদের। ২০২১ সালের পর আবার ট্রফির জন্য লড়বে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। সেবার চেন্নাইয়ের কাছে হারতে হয়েছিল। কিন্তু আগামী রবিবার ফেভারিট হিসেবেই নামবে কেকেআর। এই নিয়ে মোট চতুর্থবার আইপিএলের ফাইনালে। এর আগে তিনবার ফাইনালে ওঠে নাইটরা। প্লে অফে অষ্টমবার‌‌। তারমধ্যে দু'বার চ্যাম্পিয়ন হয়। ২০১২ এবং ২০১৪ সালে গৌতম গম্ভীরের অধিনায়কত্বে আইপিএল জেতে কেকেআর। এবারও নাইটদের ডাগআউটে জিজি। তবে এবার ভূমিকা বদলালেও ভাগ্য বদলায়নি। মেন্টর হিসেবে নাইটদের ফাইনালে তুললেন। এর আগে যেবার একনম্বরে থেকে প্লে অফে গিয়েছিল কেকেআর, সেবার চ্যাম্পিয়ন হয়েছিল। এবারও কি সেদিকেই এগোচ্ছেন গম্ভীররা? মঙ্গলবার প্রথমে ব্যাট করে ১৯.৩ ওভারে ১৫৯ রানে অলআউট হয়ে যায় সানরাইজার্স হায়দরাবাদ। জবাবে ১২.৪ ওভারেই ২ উইকেটের বিনিময়ে জয়সূচক রানে পৌঁছে যায় নাইটরা। 

মঙ্গল রাতে চলতি আইপিএলের সেরা পারফরম্যান্স কেকেআরের। মিচেল স্টার্ক, বরুণ চক্রবর্তীদের সামনে দাঁড়াতেই পারেনি সানরাইজার্সের ব্যাটাররা।‌ এদিন লড়াইটা ছিল হায়দরাবাদের ব্যাটিংয়ের সঙ্গে কেকেআরের বোলিংয়ের। তাতে সফল নাইটদের বোলাররা। পাওয়ার প্লের মধ্যে মাত্র ৩৯ রানে ৪ উইকেট হারায় হায়দরাবাদ। ওপেনারদের ব্যর্থতা সানরাইজার্স শিবিরের সবচেয়ে বড় ধাক্কা। এতদিন ট্রাভিস হেড এবং অভিষেক শর্মার জুটি ৯০ শতাংশ ম্যাচ জেতায়‌। কিন্তু এদিন দ্বিতীয় বলেই হেডকে বোল্ড করেন স্টার্ক। শূন্য রানে ফেরেন অজি ওপেনার। ধাক্কা সামলানোর আগেই ফেরেন ছন্দে থাকা আরেক ব্যাটার অভিষেক। ৩ রান করেন তিনি। অগ্নিপরীক্ষা ছিল মিডল অর্ডারের। কিন্তু পারেনি। রান পাননি নীতিশ কুমার রেড্ডি (৯), শাহবাজ আহমেদ (০), আব্দুল সামাদ (১৬)। হায়দরাবাদের একমাত্র সফল ব্যাটার রাহুল ত্রিপাঠি। ১টি ছয়, ৭টি চারের সাহায্যে ৩৫ বলে ৫৫ রান করেন। হেনরিচ ক্লাসেনের সঙ্গে জুটি বেঁধে পঞ্চম উইকেটে ৬২ রান যোগ করে এই জুটি। কিন্তু বড় শট খেলতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন প্রোটিয়া ব্যাটার। ২১ বলে ৩২ রান করে আউট হন। দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। সেই সময় পার্টনারশিপ গড়ে তোলার দিকে নজর দেওয়া উচিত ছিল। সামাদের ভুলে অহেতুক রান আউট হন ত্রিপাঠি। এটাই টার্নিং পয়েন্ট। পরের দিকে নিজেদের উইকেট ছুড়ে দেয় হায়দরাবাদের ব্যাটাররা। ১৫তম ওভারে ১২৬ রানে ৯ উইকেট হারায় সানরাইজার্স। শেষদিকে গুরুত্বপূর্ণ ৩০ রান যোগ করেন কামিন্স। ৩ উইকেট নেন স্টার্ক। জোড়া উইকেট বরুণের। 

রান তাড়া করতে নেমে অনায়াসেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নাইটরা। শুরু থেকেই মারকুটে মেজাজে পাওয়া যায় কেকেআরের নতুন ওপেনিং জুটিকে। প্রথম উইকেটে ৪৪ রান যোগ করে। ১৪ বলে ২৩ রানে ফেরেন গুরবাজ। এদিন বড় রান পাননি সুনীল নারিন। ১৬ বলে ২১ করে আউট হন। তবে কেকেআরের প্রত্যেক ব্যাটার‌ই‌ রান পায়। দলকে জয়ে পৌঁছে দেন দুই আইয়ার। ভেঙ্কটেশ এবং শ্রেয়স।‌ দুর্দান্ত ব্যাটিং। তৃতীয় উইকেটে ৪৪ বলে ৯৭ রানের পার্টনারশিপ। দাপুটে ইনিংস দু'জনের। দু'জনেই অর্ধশতরান পান। ৪টি ছয়, ৫টি চারের সাহায্যে ২৮ বলে ৫১ রানে অপরাজিত ভেঙ্কটেশ। সমসংখ্যক ছয়, চারে ২৪ বলে ৫৮ রানে নটআউট শ্রেয়স।‌ চলতি আইপিএলে নাইটদের নেতার দ্বিতীয় অর্ধশতরান। গোটা টুর্নামেন্ট ম্যাড়ম্যাড়ে গেলেও আসল সময় ছন্দে ফিরলেন শ্রেয়স।‌

তবে হাত কামড়াবেন প্যাট কামিন্স। কেকেআরের নেতাকে ফেরানোর সুযোগ এসেছিল। কিন্তু দু'বার‌ই ক্যাচ ফস্কায়। একবার মিস করেন ক্লাসেন, অন্যবার হেড। তখন শ্রেয়স ফিরে গেলে হয়তো কিছুটা চাপে পড়ত নাইটরা। কিন্তু ভাগ্য সবসময় সাহসীদের সঙ্গ দেয়। ন্যায্য দল হিসেবেই ফাইনালে কেকেআর। চ্যাম্পিয়নদের মতোই খেলছে গম্ভীরের দল। কাপ এবং ঠোঁটের মধ্যে আর বেশি দূরত্ব নেই। 




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

ঐতিহাসিক এমসিজিতে ভারত পেল আগামীর তারকা, ছেলের শতরানে গ্যালারিতে বাবার চোখে আনন্দাশ্রু...

স্টুপিড একটা, পন্থকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ গাভাসকারের...

রোহিতের টেস্ট ভবিষ্যৎ প্রশ্নের মুখে, আগরকার বসবেন অধিনায়কের সঙ্গে আলোচনায়...

‘ঝুঁকেগা নেহি’, অর্ধশতরান করে পুষ্পাকে স্মরণ করালেন নীতীশ, দেখুন সেই ভাইরাল ভিডিও...

রেড্ডি ও সুন্দরের ব্যাটে ফলোঅন বাঁচাল ভারত

‘একসময় ভয় লাগছিল’, দ্বিতীয় দিনের শেষে বিরাটের ব্যাটিং নিয়ে মুখ খুললেন স্মিথ...

ড্রেসিংরুমে না গিয়েই অস্ট্রেলিয়ান সমর্থকদের সঙ্গে বচসা বিরাটের, বক্সিং ডে টেস্ট ঘিরে ক্রমশ বাড়ছে বিতর্ক...

কোহলিকে ঘিরে এবার ভাগ হয়ে গেল মেলবোর্ন, উত্তাপ বাড়ছে সমর্থকদের মধ্যে...

ইপিএলে শীর্ষেই লিভারপুল, হেরে চাপ বাড়ল চেলসির...

একটা রান আউটই শেষ করে দিল ছন্দ, মেলবোর্ন টেস্টে তীব্র চাপে ভারত ...

আলবার্তোর জোড়া গোল, হাফ টাইমে পিছিয়ে পড়েও পাঞ্জাব বধ মোহনবাগানের...

তৈরি হয়েছে বিতর্ক, কাটা গিয়েছে ম্যাচ-ফি, এত কাণ্ডের পরেও মেলবোর্নে নাচছেন কোহলি, ব্যাপারটা কী?...

কনস্টাসের উত্থানের পিছনে রয়েছেন এক বাঙালি কোচ, জেনে নিন খবরের ভিতরের খবর...

বুমরা-সিরাজকে ব্যাট হাতে তুলোধোনা, বাবার এই ভুল কঠিন লড়াইয়ের জন্য তৈরি করে দিয়েছিল কনস্টাসকে...

অভিষেক টেস্টের প্রথম বলেই উইকেট, ইতিহাসের পাতায় নাম লেখালেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



05 24