সংবাদসংস্থা মুম্বই: কিছুদিন আগেই খবর আসে হাসপাতালে ভর্তি রাখী সাওয়ান্ত। প্রথমে হার্টের একাধিক সমস্যা ধরা পড়ে তাঁর। কিন্তু জানা যায়, জরায়ুতে টিউমার হয়েছে তাঁর। রাখির অসুস্থতাও হয়তো লাইম লাইটে থাকার জন্যই, এমনটাই মনে করেছিলেন অনেক নেটিজেন।

সোশ্যাল মিডিয়ায় ট্রোলের জবাবে রাখি মুম্বই সংবাদ মাধ্যমকে জানান, “আমি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠব, আমি স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হচ্ছি। আমার শরীরে একটি ১০ সেন্টিমিটার টিউমার আছে অস্ত্রপ্রচারের পর আমি সেটা দেখাব সবাইকে।"

রাখির প্রাক্তন স্বামী রীতেশ সিং অভিনেত্রীর স্বাস্থ্য সম্পর্কে খবরাখবর সংবাদ মাধ্যমকে দিয়েছেন। রাখির অস্ত্রপ্রচার সফল হয়েছে এই খবর সংবাদ মাধ্যমকে দেওয়ার সময় রিতেশ এক বিস্ফোরক মন্তব্য করেন। তিনি জানান, রাখিকে কেউ বা কারা মৃত্যুর হুমকি দিচ্ছেন। এই বিষয়ে অভিনেত্রীর আইনজীবী ফাল্গুনী ব্রহ্মভট্ট জানিয়েছেন, "রাখি ক্রমাগত মৃত্যুর হুমকি পাচ্ছেন। যে ফোন কল বা মেসেজ আসছে তা তাঁর প্রাক্তন স্বামী আদিল খান দুরানির শহর মাইসোর এবং ব্যাঙ্গালোর থেকে আসছে। অভিনেত্রীকে অকথ্য ভাষায় আক্রমণ করা হচ্ছে এবং বলা হচ্ছে তাঁকে মেরে ফেলা হবে। আমরা এই বিষয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি। যত তাড়াতাড়ি সম্ভব অপরাধীকে সামনে আনার চেষ্টা করব।"