আজকাল ওয়েবডেস্ক: রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির ঘটনার অভিযোগে এবার আরও চার কর্মীকে নোটিশ পাঠাল পুলিশ। এর আগেও তিন কর্মচারীকে নোটিশ দিয়ে তলব করা হয়েছিল পুলিশের তরফে। তাঁরা কেউই হাজিরা দেননি। উল্টে, ইমেল পাঠিয়ে তাঁরা কিছুদিন সময় চেয়েছেন পুলিশের কাছে। সূত্রের খবর, নির্ধারিত সময়ের মধ্যে হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে আদালতের দ্বারস্থ হতে পারে পুলিশ।
এর আগে যে তিন কর্মচারীকে নোটিশ পাঠানো হয়েছিল তার মধ্যে রয়েছেন রাজ্যপালের ওএসডি। তিনি ইমেল পাঠিয়ে জানিয়েছেন, বাইরে থাকার কারণে এখন তিনি হাজিরা দিতে পারছেন না। নতুন করে আরও চার কর্মচারীকে নোটিশ পাঠিয়ে তলব করা হয়েছে। জানা গিয়েছে, অভিযোগকারিণীর বয়ান যাচাই করতেই ওই চারজন কর্মচারীকে নতুন করে নোটিশ দিয়ে তলব করা হয়েছে।
এর আগে যে তিন কর্মচারীকে নোটিশ পাঠানো হয়েছিল তার মধ্যে রয়েছেন রাজ্যপালের ওএসডি। তিনি ইমেল পাঠিয়ে জানিয়েছেন, বাইরে থাকার কারণে এখন তিনি হাজিরা দিতে পারছেন না। নতুন করে আরও চার কর্মচারীকে নোটিশ পাঠিয়ে তলব করা হয়েছে। জানা গিয়েছে, অভিযোগকারিণীর বয়ান যাচাই করতেই ওই চারজন কর্মচারীকে নতুন করে নোটিশ দিয়ে তলব করা হয়েছে।
