মিল্টন সেন, হুগলি: ভোটের আগের রাতে নাকা চেকিং চলাকালীন গাড়ি সহ গ্রামীণ পুলিশের হাতে আটক বিজেপি নেতা স্বরাজ ঘোষ। তাঁর গাড়ি থেকে উদ্ধার হয়েছে দুই লক্ষ টাকা নগদ এবং দু'টি আগ্নেয়াস্ত্র। রবিবার গভীর রাত পর্যন্ত হুগলির দাদপুর থানার হারিট এলাকায় চলছিল হুগলি গ্রামীণ পুলিশের নাকা চেকিং। রুটিন চেকিং চলছিল। আর পাঁচ জনের মতোই দাঁড় করানো হয় বিজেপি নেতার গাড়ি। তল্লাশি চালানো হয় গাড়িতে। উদ্ধার হয় নগদ দুই লক্ষ টাকা। একইসঙ্গে দুটি আগ্নেয়াস্ত্র পাওয়া যায় তাঁর নিরাপত্তারক্ষীর কাছ থেকে। পুলিশের তরফে জানানো হয়েছে, ওই আগ্নেয়াস্ত্র দুটির লাইসেন্স ছিল। তবে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আদর্শ নির্বাচন বিধি অনুযায়ী ভোট ঘোষণার পর আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করা যায় না। তবে জেলাশাসক বা রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে আগ্নেয়াস্ত্র সঙ্গে রাখা যায়। সেই অনুমতি তাঁর নিরাপত্তা রক্ষীদের কাছে ছিল না। পাশাপাশি ভোটের আগের রাতে নগদ টাকা কোথায় কী উদ্দেশ্যে যাওয়া হচ্ছিল? এই প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেননি বিজেপি নেতা স্বরাজ ঘোষ। তাই সঙ্গে থাকা দুই লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এই প্রসঙ্গে হুগলি গ্রামীন পুলিশের ডিএসপি প্রিয়ব্রত বক্সি জানিয়েছেন, দাদপুর থানা এবং নির্বাচন কমিশনের আধিকারিকদের যৌথ উদ্যোগে সারা দিন ধরেই এসএসটি টিমের নাকা তল্লাশি চলছিল। পথ চলতি সব গাড়িতেই তল্লাশি চলছিল। একইভাবে স্বরাজ ঘোষের গাড়িকে আটকানো হয়। তল্লাশি চালিয়ে নগদ টাকা ও অস্ত্র উদ্ধার হয়। প্রসঙ্গত স্বরাজ ঘোষ আগে বিজেপিতে ছিলেন। টিকিট না পেয়ে ২০২১ বিধানসভা নির্বাচনের আগে স্বরাজ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। কিষান ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের জেলা পদে ছিলেন তিনি। সম্প্রতি বিজেপির চন্দননগরের সভায় শুভেন্দু অধিকারীর হাত ধরে আবার বিজেপিতে ফিরে আসেন।
ছবি পার্থ রাহা।