আজকাল ওয়েবডেস্ক: প্রায় শেষপর্বে পৌঁছে গিয়েছে আইপিএল। রবিবারই গ্রুপ পর্বের শেষ ম্যাচ। প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামবে সানরাইজার্স হায়দরাবাদ। দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি কেকেআর। পয়েন্টের নিরিখে দুটো ম্যাচই নিয়মরক্ষার। কারণ পাঞ্জাব বাদে বাকি তিন দলই পৌঁছে গিয়েছে প্লে অফে। তবে দুটো কারণে আজকের ম্যাচ গুরুত্বপূর্ণ। পয়েন্ট টেবিলে প্রথম এবং চতুর্থ স্থান নিশ্চিত। ১৯ পয়েন্ট সংগ্রহ করে একনম্বরে রয়েছে কেকেআর। চতুর্থ দল হিসেবে প্লে অফের যোগ্যতা অর্জন করেছে আরসিবি। প্রথম কোয়ালিফায়ারে নামছে নাইটরা। তাঁদের প্রতিপক্ষ কে হবে সেটা আজই ঠিক হবে। লড়াইটা হায়দরাবাদ এবং রাজস্থানের মধ্যে। সানরাইজার্স জিতলেও কামিন্সদের দ্বিতীয় স্থান নিশ্চিত নয়। নির্ভর করতে হবে কেকেআর-রাজস্থান ম্যাচের ওপর। সঞ্জু স্যামসনরা জিতলে, প্রথম দুইয়ে শেষ করবে রাজস্থান। হারলে প্লে অফে নাইটদের প্রতিপক্ষ হায়দরাবাদ।
আরও একটি কারণে কেকেআরের কাছে এই ম্যাচটা গুরুত্বপূর্ণ। আজই কোয়ালিফায়ারের মহড়া সারতে চাইবেন শ্রেয়সরা। টি-২০ বিশ্বকাপের প্রস্তুতিতে দেশে ফিরে গিয়েছেন ফিল সল্ট। ভেঙে গিয়েছে নাইটদের সফল ওপেনিং জুটি। তাঁর বদলে রহমতুল্লাহ গুরবাজকে ওপেন করতে দেখা যেতে পারে। ঘুরছে ভেঙ্কটেশ আইয়ারের নামও। তবে আফগান ক্রিকেটারেরই সম্ভবনা বেশি। গুজরাটের বিরুদ্ধে খেলা ভেস্তে যাওয়ায় পরীক্ষার সুযোগ পায়নি নাইটরা। কোয়ালিফায়ারে নামার আগে ওপেনিংয়ে পরীক্ষা করে নিতে চাইবে কেকেআর। দলে বাকি পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবেন না গৌতম গম্ভীর। প্লে অফের আগে আরও একটি জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে রাখতে চাইবেন নাইটদের মেন্টর। অর্থাৎ, নিয়মরক্ষার ম্যাচ হলেও নিজেদের উজাড় করে দিতে তৈরি রিঙ্কু, রাসেলরা। রাজস্থান বা হায়দরাবাদ, প্রতিপক্ষ যেই হোক না কেন, চিন্তিত নয় নাইটরা।
আরও একটি কারণে কেকেআরের কাছে এই ম্যাচটা গুরুত্বপূর্ণ। আজই কোয়ালিফায়ারের মহড়া সারতে চাইবেন শ্রেয়সরা। টি-২০ বিশ্বকাপের প্রস্তুতিতে দেশে ফিরে গিয়েছেন ফিল সল্ট। ভেঙে গিয়েছে নাইটদের সফল ওপেনিং জুটি। তাঁর বদলে রহমতুল্লাহ গুরবাজকে ওপেন করতে দেখা যেতে পারে। ঘুরছে ভেঙ্কটেশ আইয়ারের নামও। তবে আফগান ক্রিকেটারেরই সম্ভবনা বেশি। গুজরাটের বিরুদ্ধে খেলা ভেস্তে যাওয়ায় পরীক্ষার সুযোগ পায়নি নাইটরা। কোয়ালিফায়ারে নামার আগে ওপেনিংয়ে পরীক্ষা করে নিতে চাইবে কেকেআর। দলে বাকি পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবেন না গৌতম গম্ভীর। প্লে অফের আগে আরও একটি জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে রাখতে চাইবেন নাইটদের মেন্টর। অর্থাৎ, নিয়মরক্ষার ম্যাচ হলেও নিজেদের উজাড় করে দিতে তৈরি রিঙ্কু, রাসেলরা। রাজস্থান বা হায়দরাবাদ, প্রতিপক্ষ যেই হোক না কেন, চিন্তিত নয় নাইটরা।
