শনিবার ২৩ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১০ মে ২০২৪ ২২ : ৫৩Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: ঝাড়গ্রামে নির্বাচনী প্রচারে হঠাৎই চটি ছিঁড়ে বিপত্তি মুখ্যমন্ত্রীর। তবে পাকা হাতে সেফটিপিন লাগিয়ে ফের ভোটের ময়দানে নেমে পড়লেন মমতা। শুক্রবার ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের গোপীবল্লভপুরে তৃণমূল প্রার্থী কালীপদ সোরেনের সমর্থনে জনসভা করতে গিয়েছিলেন মমতা ব্যানার্জি। সেখানে বক্তব্য রাখার পর হঠাৎ তাঁর চটি ছিঁড়ে যায়। পায়ের সমস্যার জন্য এক বিশেষ ধরনের চটি পড়ে থাকেন মুখ্যমন্ত্রী। ছিঁড়ে যাওয়ার পর তাঁর নিরাপত্তারক্ষী বলেন নতুন চটি আনিয়ে নেওয়ার কথা।
তখন মুখ্যমন্ত্রী বলেন, ওই বিশেষ ধরনের চটি সব জায়গায় পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। এরপরেই সেফটিপিনের প্রসঙ্গ উল্লেখ করে তাঁকে বলতে শোনা যায়, সেফটিপিন পেলেই চটি ঠিক করে নিতে পারবেন তিনি। মঞ্চে থাকা ইন্দ্রনীল সেনের উদ্দেশ্যে তিনি বলেন, 'ইন্দ্রনীল, তুমি গান সেট করো। আমার চটিটা ছিঁড়়ে গিয়েছে। আমি একটু সেফটিপিন লাগিয়ে নিই। আসলে চটির দোষ নয়। ওর যা আয়ু, তার চেয়ে বেশি আমি হেঁটে ফেলেছি।' সেই চটিতেই পরবর্তী কর্মসূচি সারেন তিনি।