সংবাদসংস্থা মুম্বই: ছয় ও সাতের দশকে , জুহুতে শুধুমাত্র একটি ঠিকানা জনপ্রিয় ছিল। এভারগ্রিন দেব আনন্দ-র বাড়ি। তাঁর সমসাময়িক, রাজ কাপুর সে সময় সেন্ট্রাল মুম্বইয়ের মাটুঙ্গায় থাকতেন। এবং দিলীপ কুমার বান্দ্রায়। পরবর্তী সময়ে অমিতাভ বচ্চন এবং অন্যান্য তারকাদের বাড়িগুলি ৮০-র দশকের পরে জুহুর ল্যান্ডমার্ক হয়ে ওঠে। 
কথিত, দেব সাহেব তাঁর স্ত্রীকে কখনও প্রকাশ্যে লাইমলাইটে আসতে দেননি। তিনি বেশিরভাগ সময় বান্দ্রায় তাঁর বাড়ি 'আনন্দ' এবং সান্তাক্রুজে তাঁর অফিস নবকেতন ফিল্মস-এ কাটাতেন। কিন্তু দেব আনন্দের বাংলোকে ঘিরে কৌতূহল কখনও কাটেনি। কেন এই সব আজ প্রাসঙ্গিক? কারণ অভিনেতা-জনহিতৈষী, সোনু সুদ, দেব সাহেবের বাড়ির বিপরীতে একটি সাদা বাংলো ভাড়া করছেন। যার নাম 'গঙ্গোত্রী'! অভিনেতার গৃহপ্রবেশের চলছে এই মুহূর্তে।
অভিনেতা তাঁর বড় বোন মোনার সঙ্গে ওয়াশিংটনে রয়েছেন। তাঁর স্ত্রী সোনালী সিডনিতে আছেন। যেখানে তিনি পড়াশোনা করছেন। স্থানীয় কর্মী নিরলসভাবে কাজ করছে পরিবারের জন্য। ছয় বেডরুমের বাংলো চলতি বছরের মে মাসের শেষের দিকে সম্পূর্ণ তৈরি হবে বলে মনে করা হচ্ছে। টুকরো ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনুরাগীরা খুশি অভিনেতার জন্যে।