আজকাল ওয়েবডেস্ক:‌ বিমানবন্দরের ট্যাক্সিওয়েতে যাত্রীদের লাগেজ বোঝাই ট্র্যাক্টরের সঙ্গে মুখোমুখি ধাক্কা এয়ার ইন্ডিয়ার দিল্লিগামী বিমানের। জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ পুণে বিমানবন্দর থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার এআই–৮৫৮ বিমানটি ছাড়ার কথা ছিল। বিমানে ১৮০ জন যাত্রী ছিলেন। রানওয়েতে টেকঅফের ঠিক আগেই দুর্ঘটনা ঘটে। বিমানবন্দরের এক কর্তা জানান, চলন্ত ট্র্যাক্টরে ধাক্কা মারায় বিমানের ডানা এবং সামনের চাকা ক্ষতিগ্রস্ত হয়। তবে যাত্রী এবং বিমানকর্মীরা কেউ আহত হননি। দুর্ঘটনার ফলে নির্দিষ্ট সময়ের থেকে দেরিতে ছাড়ে বিমানটি। যাত্রীদের বিমান থেকে নামিয়ে মেরামতির পর বিমানটি গন্তব্যের দিকে রওনা দেয়। বিষয়টি খতিয়ে দেখছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)।