কান চলচ্চিত্র উৎসবে রূপের হাট জমজমাট। প্রতি বছরের মতো এ বছরেও লাল কার্পেটে পা ডুবিয়ে জৌলুস ছড়ানোর উদযাপনে মেতেছেন বিশ্বের তাবড় তারকা। সেখানে ভারতীয় নায়িকারাও রয়েছে। ঐশ্বর্য রাই বচ্চন থেকে কিয়ারা আডবানি— এ বলেন আমায় দেখ ও বলেন আমায়। ঊর্বশী রওতেলার কথাই ধরুন। লক্ষ্মীবারে তিনি লক্ষ্মীমন্ত। স্বর্গের রূপবতী অপ্সরার মতোই মায়াবি। গোলাপি আভায় তাঁর চারপাশ পেলব, রোম্যান্টিক।

কিন্তু, নিন্দুকেরা চুপ থাকে! তাদের গুঞ্জন, উর্বশী নাকি দীপিকা পাড়ুকোনকে হুবহু নকল করেছেন!

দু'জনের রাফাল গাউন প্রায় এক। অফ শোল্ডার গাউনে তাঁর যৌবন বাঁধভাঙা। সঙ্গী হিরের ছটায় ঝলমলে মানানসই গয়না। হিরের দ্যুতি তাঁর হেয়ারব্যান্ডেও। হাতে লেসের দস্তানা। সব মিলিয়ে নায়িকা যেন স্বপ্নে দেখা রাজকন্যে। তাঁকে এত সুন্দর সাজিয়েছেন ডিজাইনার খালেদ আর মরওয়ান। এত সুন্দর সাজলে কি হবে? সবার হৃদয়ে দীপিকার বাস। ২০১৮-য় ঠিক এরকমই এক রাফাল গোলাপি গাউনে নিজেকে সাজিয়েছিলেন তিনি। ওই বছর তাঁর প্রথম কান উদযাপন। অশি স্টুডিও তাঁকে এভাবেই সাজিয়েছিল।
দীপিকার সেদিনের গাউনও অফ শোল্ডার। হাই থাই স্লিটেড। সঙ্গে চোখের রূপটানে বিপ্লব ঘটিয়েছিলেন। সেই রূপ আজও ভুলতে পারেননি অনেকেই। ফলে, ঊর্বশীকে দেখে তাঁরা সাল ২০২৮-কে ফিরে পেয়েছেন। ফলাফল? দুই নায়িকার মধ্যে তুল্যমূল্য বিচার।