শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৬ মে ২০২৪ ২২ : ৪৭Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: রাজনীতি এবং ভোটের ময়দানের একসময়ের পরিচিত মুখ। তবে এখন অসুস্থতার কারণে অন্তরালে। সেই মুকুল রায়ের সঙ্গে তাঁর কাঁচড়াপাড়ার বাড়িতে দেখা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বৃহস্পতিবার সন্ধের এই সাক্ষাত গুরুত্বপূর্ন, তেমনটাই মত ওয়াকিবহাল মহলের।
বৃহস্পতিবার ব্যারাকপুরে প্রার্থী দেবদূত ঘোষের হয়ে প্রচারে এসেছিলেন অধীর। প্রচারের পরেই আচমকা হাজির হন মুকুল রায়ের বাড়িতে। আচমকা এই উপস্থিতির কারণ কী? তা জানা যায়নি এখনও। জানা গিয়েছে, কাঁচরাপাড়ায় প্রচার থাকায়, কাছেই মুকুল রায়ের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেন কংগ্রেস নেতা। সূত্রের খবর, মুকুল রায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন কংগ্রেস নেতা। তাঁর সুস্থতা কামনা করেছেন তিনি।