আজকাল ওয়েবডেস্ক: নির্বাচনের আগে হাইকোর্টে স্বস্তি পেলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে আগামী ১৪ জুন পর্যন্ত কোনো পদক্ষেপ করা যাবে না। এমনটাই জানিয়ে দিল আদালত। পুলিশ কোনোরকম তদন্তও করতে পারবে না। ফলে, নির্বাচনের আগে প্রচারে সমস্যা হচ্ছে জানিয়ে যে কারণে হাইকোর্টে গিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাতে কার্যত স্বস্তি মিলল তাঁর।

বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একক বেঞ্চ অরবিন্দ কেজরিওয়ালের জামিনের প্রসঙ্গে টেনে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলার শুনানি করে। পরের শুনানি ১২ জুন। শুনানির সময় বিচারপতি বলেন, এখানে মামলাকারী নিজেই প্রার্থী। সে কারণে এই মামলার ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। প্রসঙ্গত, তমলুক থানায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে এফআইআর দায়ের করা হয়েছিল। তার বিরুদ্ধে হাইকোর্টে যান তমলুকের বিজেপি প্রার্থী। আবেদন জানান, এফআইআর থাকার জন্য প্রচারে সমস্যা হচ্ছে। সেই মামলাতেই এদিন শুনানি হয় আদালতে।