ঘোষণা হল বাংলা ছবি ‘তাহাদের কথা’র শুভমুক্তির তারিখ। ২৪ মে বড়পর্দায় মুক্তি পাচ্ছে পরিচালক সুব্রত ঘোষের ছবিটি। মুখ্য চরিত্রে ঋষভ বসু, তৃষা দাস, অনিন্দ্য সেনগুপ্ত, রাজনন্দিনী পাল, দীপক হালদার, অমিত সাহা, বিশ্বনাথ বসু, অরিন্দল বাগচি, ভদ্রা বসু, কৃষ্ণেন্দু দেওয়ানজি প্রমুখ।
যাদের সমাজে খুব একটা পরিচিতি নেই, যাদের কথা কেউ শুনতে চায় না, তাদের কথা নিয়েই তৈরি হয়েছে এই ছবি। ছবিতে রফিকুল চরিত্রে দেখা যাবে ঋষভকে। অন্য দিকে, অনলের চরিত্রে অভিনয় করছেন অনিন্দ্য। রাজনন্দিনীকে দেখা যাবে সুস্মিতার চরিত্রে। প্রিয়াঙ্কা চরিত্রে দেখা যাবে তৃষাকে। ছবিতে জোড়া নতুন জুটি ঋষভ-তৃষা, ঋষভ-রাজনন্দিনী। একজন নকশাল আন্দোলনের কর্মী হিসাবে অভিনয় করেছেন ঋষভ। তৃষা ক্যাবারে ডান্সার।
অন্য দিকে, ‘অনল’ ওরফে অনিন্দ্য কর্পোরেট চাকুরে। সে ভালবাসে ‘সুস্মিতা’ ওরফে রাজনন্দিনীকে। তাদের প্রেম পরিণতি পাবে? উত্তর লুকিয়ে ছবিতে। শুটিং হয়েছে কলকাতায়। গান গেয়েছেন শ্রেয়া ঘোষাল, কিঞ্জল চট্টোপাধ্যায়। গানের দায়িত্বে সপ্তক সানাই দাস। ইতিমধ্যেই ছবির ট্রেলার প্রকাশিত।
যাদের সমাজে খুব একটা পরিচিতি নেই, যাদের কথা কেউ শুনতে চায় না, তাদের কথা নিয়েই তৈরি হয়েছে এই ছবি। ছবিতে রফিকুল চরিত্রে দেখা যাবে ঋষভকে। অন্য দিকে, অনলের চরিত্রে অভিনয় করছেন অনিন্দ্য। রাজনন্দিনীকে দেখা যাবে সুস্মিতার চরিত্রে। প্রিয়াঙ্কা চরিত্রে দেখা যাবে তৃষাকে। ছবিতে জোড়া নতুন জুটি ঋষভ-তৃষা, ঋষভ-রাজনন্দিনী। একজন নকশাল আন্দোলনের কর্মী হিসাবে অভিনয় করেছেন ঋষভ। তৃষা ক্যাবারে ডান্সার।
অন্য দিকে, ‘অনল’ ওরফে অনিন্দ্য কর্পোরেট চাকুরে। সে ভালবাসে ‘সুস্মিতা’ ওরফে রাজনন্দিনীকে। তাদের প্রেম পরিণতি পাবে? উত্তর লুকিয়ে ছবিতে। শুটিং হয়েছে কলকাতায়। গান গেয়েছেন শ্রেয়া ঘোষাল, কিঞ্জল চট্টোপাধ্যায়। গানের দায়িত্বে সপ্তক সানাই দাস। ইতিমধ্যেই ছবির ট্রেলার প্রকাশিত।
