জি বাংলার ‘কার কাছে কই মনের কথা’র ‘পুতুল’ ওরফে শ্রীতমা ভট্টাচার্যের মনে নাকি সুখ নেই! 

কারণ, তাঁর জীবনে একটাও প্রেম নেই। নিস্তরঙ্গ জীবন কাঁহাতক ভাল লাগে? বুধবার বিকেলে তাই তাতে একটু মশলা ছড়িয়ে দিলেন। হঠাৎ দুটো ছবি তিনি ভাগ করে নিলেন ইন্সটাগ্রামে। সেখানে সহ-অভিনেতা রাজা ঘোষের কাছাকাছি তিনি। সঙ্গে ইঙ্গিতপূর্ণ বার্তা, ‘কিছু একটা ঘটতে চলছে’! ছিমছাম সালোয়ার, হালকা গয়না গায়ে। সিঁথিতে জ্বলছে সিঁদুর। একটিতে তাঁর দিকে মুগ্ধ দৃষ্টিকে তাকিয়ে রাজা। আবেশে চোখ বন্ধ শ্রীতমার। অন্যটিতে তিনি আর রাজা হাসিমুখে সেলফিতে।
ইনস্টাগ্রামে রাজার নামও নজরকাড়া! তিনি সেখানে ‘রাজা শ্রীরাধা’। নামের মধ্যে দিয়েই কি রাজার প্রেম প্রকাশিত? তাঁর ‘রাজা শ্রীরাধা’ কে?


View this post on Instagram





A post shared by Sritama Bhattacharjee (@sritamarvelous)



ধারাবাহিকে রাজা-শ্রীতমা দম্পতি। ‘পুতুল’ ধারাবাহিকে বিশেষ ক্ষমতাসম্পন্ন। তার বিয়ে তার শিক্ষকের সঙ্গে। পর্দায় এই জুটি সফল। পর্দার বাইরে তাঁদের রসায়ন কতটা চর্চিত? সেটা জানতেই কি এই ধরনের ছবি? জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে। শ্রীতমা শুনেই হইহই করে উঠেছেন। হাসতে হাসতে বলেছেন, ‘‘এটার জন্যই আমরা একসঙ্গে ছবি তুলেছি। জানি, দেখলেই চর্চা শুরু। রটনায় কান পাততে পারব না। সবাই ভাববে অভিনয় করতে করতে প্রেমে হাবুডুবু খাচ্ছি।’’ 
রাজারও কি তাইই মত? আর এক প্রস্থ হাসি। তারপর টানটান জবাব শ্রীতমার, ‘‘আমাদের মধ্যে কিচ্ছু নেই। সময়ও নেই। কাজ করতে করতে যাতে একঘেয়েমি না আসে তার জন্যই এই সব দুষ্টুমি। রাজা কিন্তু দারুণ উপভোগ করছে।’’