শনিবার ২৭ জুলাই ২০২৪

সম্পূর্ণ খবর

AUDITION: ভোটের বাকি আর চার দিন, তার আগে হুগলি কেন্দ্রে অডিশন বিতর্ক!

Sumit | ১৫ মে ২০২৪ ১৮ : ৫৮


মিল্টন সেন,হুগলি: দিদি নম্বর ওয়ানের অডিশন ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। টিভি শোয়ের নাম করে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে। আদর্শ আচরণ বিধি ভাঙার অভিযোগ তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা ব্যানার্জির বিরুদ্ধে। অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি। পাল্টা রচনা দাবি করেছেন, অভিযোগ ভিত্তিহীন। কোনও অডিশন নয়, শুটিং হচ্ছে। তাঁর বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। বুধবার চুঁচুড়া রবীন্দ্র নগরে দেবীদাসতলার একটি স্টুডিয়োতে সকাল থেকে ভিড়। মহিলারা লাইন দিয়ে দাঁড়িয়ে নাম নথিভুক্ত করছেন। সেখানে রচনা ব্যানার্জির ছবি দিয়ে দিদি নম্বর ওয়ান সিজিন নাইনের অডিশন চলছে। বাইরে লাগানো হয়েছে হোর্ডিং। এই প্রসঙ্গে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি অভিযোগ করেছেন, ভোটারদের প্রভাবিত করা হচ্ছে। দিদি নম্বর ওয়ানে সুযোগ করে দেওয়ার নাম করে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে। তাঁর কাছে কিছু ভিডিও এসেছে। সেখানে তৃণমূলের জন্য ভোট চেয়ে দিদি নম্বর ওয়ানে সুযোগ করে দেওয়ার কথা বলা হচ্ছে। শুটিংয়ের লোভ দেখিয়ে মানুষের থেকে ভোট চাওয়া হচ্ছে। অথচ আবাসের বাড়ি দেওয়া হচ্ছে না। রেশনে পোকা চাল দেওয়া হচ্ছে। মায়ের কোল খালি হয়ে যাচ্ছে। আর দিদি নম্বর ওয়ান দেখিয়ে ভোট নেওয়া হবে? অভিযোগের পাল্টা রচনা বলেছেন, দিদি নম্বর ওয়ান তিনশো পয়ষট্টি দিনের শো। ভোটের প্রচার করে কলকাতায় যাতায়াত করা সম্ভব নয়। এর মধ্যে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। আর এর মধ্যে ভোট নিয়েও কোনও ব্যাপার নেই। ভোট এসে গেছে এসব ফালতু কথা বলে নিজের ইমেজ নষ্ট করার দরকার নেই। সারাদিন প্রচার করে রাতে কাজ করছি। এখানে শুটিং হচ্ছে। কোনও অডিশন হয়নি।




বিশেষ খবর

নানান খবর

Advertise with us

নানান খবর



রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া