সংবাদসংস্থা মুম্বই: ২০১১ সালে বলিউড কাঁপিয়েছিল পর্দার 'জর্ডান' রণবীর কাপুর। ইমতিয়াজ আলির পরিচালনায় তিনি রাতারাতি হয়েছিলেন বলিউডের 'রকস্টার'! ছবির চিত্রনাট্য, অস্কারজয়ী এ আর রহমানের সঙ্গীত আয়োজন, সব কিছুই অনুরাগীদের মন জিতেছিল অনায়াসেই। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন নার্গিস ফকরি, কুমুদ মিশ্র ও অদিতি রাও হায়দারি। ট্রাজিক এই রোমান্টিক গল্পে 'নাদান পরিন্দে' গানটি সকলকে অভিভূত করেছিল। অনেকের কাছে সেই ছবির ক্লাইম্যাক্স ছিল অসাধারণ। সমালোচকদের মতে, সেই ছবির শেষ আসলে নতুন গল্পের সন্ধিক্ষণ। এত বছর পরে হঠাৎ সেই ছবির সিক্যুয়েল নিয়ে চর্চা তুঙ্গে। সেই নিয়ে মুম্বই সংবাদসংস্থার কাছে একান্ত সাক্ষাৎকারে কী বললেন ছবির পরিচালক ইমতিয়াজ আলি?
'রকস্টার' গ্যাং—ইমতিয়াজ আলি, এআর রহমান, ইরশাদ কামিল, এবং মোহিত চৌহান—এই বছর 'অমর সিং চমকিলা'র জন্য পুনরায় একত্রিত হয়েছে৷ দিলজিৎ দোসাঞ্জ এবং পরিণীতি চোপড়া অভিনীত, মিউজিক্যাল জীবনী প্রশংসিত হয়েছে সিনেমহলে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে পরিচালককে রহমান জিজ্ঞাসা করেন তিনি 'রকস্টার ২' নিয়ে কিছু ভাবছেন কিনা। উত্তরে আলি জানান, 'মিউজিক্যালি হয়তো কিছু বলতে চায় রকস্টার। এর পরেই রহমান তাঁকে বলেন, অনুরাগীদের কাছে এই রোস্তাব রাখতে। নিশ্চয় সেখান থেকে নতুন গল্প খুঁজে পাবেন ইমতিয়াজ। এরপরেই আশার কথা শোনান পরিচালক। আবার কী 'জর্ডান' রূপে ধরা দেবেন রণবীর? সেই সব প্রশ্নের উত্তর দেবে সময়ই।