নিজস্ব সংবাদদাতা: দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে দীপা মেহেতার 'আই অ্যাম সিরাট' শিরোনামে একটি বিশেষ ডকুমেন্টরির প্রিমিয়ারে মধ্যমণি হয়ে নজর কাড়লেন কলকাতার জনপ্রিয় বাচিকশিল্পী সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়। কালো পাঞ্জাবি, সাদা ধুতি, কেতাদুরস্ত চশমা আর সুজয়প্রসাদ ফ্যাশন অ্যাকসেসরিজ কালেকশনে গড়লেন তাঁর ইউনিক ফ্যাশন স্টেটমেন্ট। সেদিন রেড কার্পেটে সুজয়প্রসাদের দোসর ছিলেন জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার ঋতু কুমার। আজকাল ডট ইন এর পক্ষ থেকে যোগাযোগ করা হলে শিল্পী জানালেন, এই সম্মানের জন্য তিনি কৃতজ্ঞ। 

দিল্লির এই প্রিমিয়ারটি আয়োজন করে 'এনজেন্ডার্ড' নাম একটি সংস্থা। যার কান্ডারি হলেন ময়না মুখোপাধ্যায়। এই সংস্থা ট্রান্স ন্যাশনাল আর্ট কালেকটিভ, যা মানব অধিকার ও আর্ট নিয়ে বিভিন্ন কাজ করে দেশজুড়ে। শিল্পীই সুজয়প্রসাদের কথায়, ''সিরাট নামে একজন রূপান্তরকামী মহিলা যিনি দিল্লিতে থাকেন, তাঁর জীবনযাপন, স্ট্রাগল, এবং উত্তরণের কথাই তুলে ধরা হয়েছে এই তথ্যচিত্রে। প্রিমিয়ারে বিশেষ অতিথির আসনে ছিলেন মীরা নায়ার, ঋতু কুমার ও আরও অনেকে। এঁদের সঙ্গেই আমি আমন্ত্রিত ছিলাম রেড কার্পেটে। যা নিঃসন্দেহে একটি বড় পাওনা।'' 
বস্তুত গত ১১ মে, ২০২৪, দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে 'জার্নিস' এর একটি অনুষ্ঠানে হাজির ছিলেন বাচিকশিল্পী। সেই সম্মানজনক পারফরমেন্সের পরেই এই অভিনব আমন্ত্রণ। সব মিলিয়ে আপ্লুত শিল্পী।