নিজস্ব সংবাদদাতা: নিখোঁজ দিতি বসু। বন্ধুদের সঙ্গে বেরিয়ে আর বাড়ি ফেরেনি সে। কোথায় সে? তদন্তে শহরের দুঁদে পুলিশ অফিসার ডিসিপি বৃন্দা বসু। যিনি সম্পর্কে দিতির মা। হইচই প্ল্যাটফর্মে ঝড় তুলেছিল 'নিখোঁজ' এর প্রথম সিজন। দাপুটে অভিনয়ে নজর কেড়েছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়, টোটা রায়চৌধুরি ও আরও অনেকে। গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন প্রিয়াঙ্কা মন্ডল, পর্দার রেশমি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পর্দার রোমিত সেনের সঙ্গে একান্তে ছবি পোস্ট করেছেন তিনি। দিতি নিখোঁজ হওয়ার পিছনে অভিযুক্ত তিনিও? আজকাল ডট ইন এর প্রশ্নে, 'ক্রমশ প্রকাশ্য' জবাব দিলেন প্রিয়াঙ্কা। 
প্রথম সিজনে খুব কম সময় দেখা গেলেও দ্বিতীয় সিজনে বেশ অনেকক্ষণ স্ক্রিনটাইম তাঁর। অধিকাংশই টোটা রায়চৌধুরীর সঙ্গে। অভিনেতার প্রতি ক্রাশ তাঁর। রিলের বাইরেও? অভিনেত্রীর সপাট জবাব, ''কার ক্রাশ নেই? আমার মত অনেকেরই টোটা দা'র ওপর ক্রাশ আছে। আগের সিজনেও কাজ করেছি। কিন্তু ছবি ছিল না। এবার আবদার করেছিলাম, একটা ছবি তুলবই।'' 
বস্তুত এই সিরিজের হাত ধরেই স্বস্তিকার সঙ্গে প্রথম কাজ প্রিয়াঙ্কার। আর প্রথম কাজেই তিনি মুগ্ধ। আজকাল ডট ইন কে জানালেন, তিনি একজন স্টার। একজন খাঁটি মানুষ। যিনি সহকর্মীদের জন্য নিজের মেকআপ রুম ছেড়ে দিতে পারেন অনায়াসেই। 
নতুন সিজনে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়'ও। পরিচালক অয়ন চক্রবর্তী নিপুণভাবে বুনেছেন এই থ্রিলারের চিত্রনাট্য।