নিজস্ব সংবাদদাতা: টলিউড ছেড়ে এবার বলিউডে পা রাখলেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। বাংলা সিরিয়াল ছেড়ে এবার হিন্দি সিরিয়ালের নায়িকা তিনি। বাংলায় ‘কাজললতা’, ‘সাঁঝের বাতি’, ‘সাহেবের চিঠি’ একাধিক ধারাবাহিকে দর্শকদের থেকে পেয়েছিলেন বিপুল জনপ্রিয়তা। এবার হিন্দি টেলিভিশনে রাজত্ব করার পালা অভিনেত্রীর।
সম্প্রতি প্রকাশ পেল দেবচন্দ্রিমা সিংহ রায়ের প্রথম হিন্দি সিরিয়াল ‘সুহাগান চুড়েল’-এর প্রথম প্রোমো। তাতেই ধরা পড়েছে অভিনেত্রীর চরিত্রের প্রথম ঝলক। দেবচন্দ্রিমার সঙ্গে ‘চুড়েল’-এর চরিত্রে রয়েছেন বলিউডের খ্যাতনামা অভিনেত্রী নিয়া শর্মা। আগামী ২৭ মে থেকে রাত ১০:৩০ টায় কালার্স টিভি চ্যানেলে দেখা যাবে এই নতুন মেগাটি।
ধারাবাহিকের প্রোমো প্রকাশের পর দর্শকদের নজর কেড়েছে অভিনেত্রীর প্রথম লুক। অভিনেত্রীর নতুন জার্নির জন্য শুভেচ্ছা জানিয়েছেন তাঁর অনুরাগী মহল।
