নিজস্ব সংবাদদাতা: একদিকে যখন আবহাওয়ায় বাড়ছে তাপমাত্রা, প্যাচপ্যাচে গরমে ক্লান্ত শহর, মন ভাল করবে ব্যান্ড 'ব্লিডিং টিয়ার্স'! এই মিউজিক্যাল ব্যান্ডের তিন কান্ডারী হলেন মানস রায়, পার্থ দে ও দীপক খাঁড়া। 
সঙ্গীত ও ভিজ্যুয়াল আর্টের জগতে আন্তর্জাতিকভাবে 'রয়ম্যান' নামে পরিচিত মানস রায়। তিনি একজন জনপ্রিয় ইঞ্জিনিয়ার, ভিজ্যুয়াল আর্টিস্ট, মিউজিশিয়ান এবং গায়ক। কানাডার গ্রীন গ্রোভ পাব থেকে সর্বকালের হিট গান 'টর্নেডো মাইন্ড' দিয়ে তার সঙ্গীত যাত্রা শুরু হয়। বেশিরভাগ ইউরোপের ক্যাফেতে ইংরেজি, স্প্যানিশ এবং ডাচ ভাষায় সংগীত পরিবেশন করেছেন তিনি। ২০০৮ সালে কলকাতায় ফিরে এসে তিনি উইজডম ট্রি ক্যাফেতে নিয়মিত অভিনয় করেছেন। তাঁর সঙ্গে রয়েছেন পার্থ দে। একজন সুপরিচিত পিয়ানোবাদক ও কীবোর্ড পেশাদার। যিনি গত ৩০ বছর ধরে নিয়মিত পারফর্ম করছেন। এই ব্যান্ডের অন্যতম  গিটারিস্ট হলেন অল ইন্ডিয়া রেডিওর গিটারিস্ট দীপক খাঁড়া। যিনি হলদিয়া বন্দর ট্রাস্টে ৩০ বছর ধরে কাজ করেছেন।  
এই ত্রয়ী, হ্যারি বেলাফন্টে, বব ডিলন, জোয়ান বেজ, জন লেনন, জন ডেনভার এবং ডন উইলিয়ামসের মতো কিংবদন্তিদের থেকে আমেরিকান মিউজিক এবং জ্যাজ নম্বরগুলি উপস্থাপন করবেন। লাইভ প্রোগ্রামটি উইজডম ট্রি ক্যাফেতে ১৮ মে, ২০২৪-এ সন্ধে ৭টা থেকে অনুষ্ঠিত হবে।