তীর্থঙ্কর দাস: দেশজুড়ে চলছে গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব। নির্বাচনী প্রচারে নেতা নেত্রীদের সঙ্গে দেখা যায় রাজনৈতিক দলের কর্মী সর্মথকদেরও। আর নিজেদের দলকে সমর্থন করতে অনেক সময়ই অভিনবত্বের আশ্রয় নেন তাঁরা। কারোর গায়ে থাকে দলের প্রতীকের ট্যাটু, কেউ আবার খালি গায়ে দলের পতাকার রঙ মেখে আসেন। এই ভোটের বাজারে রাজনীতির ময়দান কাঁপাচ্ছে হাওড়ার রবিন দাসের কাঁচি। সুকুমার রায় লিখেছিলেন, ‘গোঁফের আমি, গোঁফের তুমি, গোঁফ দিয়ে যায় চেনা’। গোঁফ দিয়ে চেনা গেলে চুল দিয়ে কেন নয়? চুলের ছাঁটে নানারকম শিল্প সৃষ্টি করে চলেছেন হাওড়ার স্টার সেলুনের মালিক রবিন দাস। কখনও মেসি বা রোনাল্ডো, আবার কখনও সৌরভ বা ধোনি, সময়ে সময়ে বিভিন্ন ঘটনার প্রতিচ্ছবি চুলের ছাঁটে ফুটিয়ে তুলেছেন রবিন। ২০০৩ সাল থেকে হাতের কাঁচি আর ক্ষুরের কৌশলে এইভাবে খেলার ময়দান কাঁপাচ্ছিলেন তিনি। আর এবার রবিনের হাতের কৌশল দেখা গেল ভোটের ময়দানে। কাঁচি আর ক্ষুর ব্যবহার করে রাজনৈতিক দলগুলির সমর্থকদের মাথায় প্রতীক ফুটিয়ে তুলছেন রবিন। রবীন জানান, ‘৩০ মিনিট থেকে ৪৫ মিনিট লাগে এরকম চুল কাটতে’। তিনি আরও বলেন, ‘আমি শিল্পী হিসেবে সব রাজনৈতিক দলের সমর্থকের চুল তাদের পছন্দমত করেই কেটে দিই’। কোনও চাহিদা নেই রবিনের, যে যত পারিশ্রমিক দেয় তাই তিনি নেন হাসিমুখে। ঠিক কী ভাবে কাটতে হয়, প্রশ্ন করলে তিনি জানান, আগে চুল ভিজিয়ে নিতে হয়। তারপর কাঁচি আর ক্ষুরের সাহায্যে কেটে নিয়ে রং করতে হয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভক্ত রবিন। লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে তৃণমূল কংগ্রেসের জন্য একটি থিম সংও লিখেছেন তিনি।