আজকাল ওয়েবডেস্ক: অন্ধ্রপ্রদেশে জোড়া দুর্ঘটনা। প্রথম দুর্ঘটনায় মৃত অন্তত চার। আহত একাধিক। প্রথম ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে অন্ধ্রপ্রদেশের কোনাসিমা জেলার উদিমুড়ি গ্রামের কাছে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে উদিমুড়ি গ্রামের দিকে যাচ্ছিল শ্রমিকবোঝাই একটি ট্র্যাক্টর। আচমকা ট্র্যাক্টরে এসে সজোরে ধাক্কা মারে একটি বাস। পুলিশের দাবি, নিয়ন্ত্রণ হারানোর ফলে বাসটি ধাক্কা মারে ট্র্যাক্টরটিকে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। স্থানীয়রাও উদ্ধারকাজে হাত লাগান। পুলিশ সূত্রে খবর, তিন শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। এক জনের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। বাকি আহতদের নিকটবর্তী সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মৃতদের মধ্যে আছেন নুকাপল্লি সিবা (৩৫), বসমসেট্টি সূর্যপ্রকাশ (৫০), ভিরি কাটলায়া (৪৫) এবং চিলাকালাপুড়ি পান্ডা। অপরদিকে বুধবার রাত একটা নাগাদ লরির সঙ্গে বাসের সংঘর্ষে দাউদাউ করে জ্বলে ওঠে দুটি গাড়ি। মৃত্যু হয় অন্তত ৬ জনের। জখম ২০। আহতদের চিলাকালুরিপেট ও গিন্টুরের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পালনাড়ু জেলায় দুর্ঘটনাটি ঘটে। বাসে ছিলেন ৪০ এর বেশি যাত্রী। বাসটি হায়দরাবাদের উদ্দেশে যাচ্ছিল। রাত একটা নাগাদ আচমকাই একটি লরির সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় বাসটিতে। জ্বলতে থাকে লরিটিও। দুর্ঘটনায় দুটি গাড়িই সম্পূর্ণ জ্বলে গিয়েছে। মৃতদের মধ্যে আছেন ব্রক্ষ্মেশ্বরা রাও (৬১), লক্ষ্মী (৫৮), শ্রী সাই (৯), বাস চালক অঞ্জি ও লরি চালক হরি সিং। প্রত্যেকেই মধ্যপ্রদেশের বাসিন্দা। মৃত আর এক জনের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই দ্রুত এলাকায় পৌঁছয় দমকল ও পুলিশ। যদিও পুড়ে ছাই হয়ে যায় বাস ও লরি। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। জানা গিয়েছে, ওই বাসের যাত্রীরা সোমবার ভোট দিতে এসেছিলেন। কিন্তু ফেরার সময় ঘটে দুর্ঘটনা।
পালনাড়ু জেলায় দুর্ঘটনাটি ঘটে। বাসে ছিলেন ৪০ এর বেশি যাত্রী। বাসটি হায়দরাবাদের উদ্দেশে যাচ্ছিল। রাত একটা নাগাদ আচমকাই একটি লরির সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় বাসটিতে। জ্বলতে থাকে লরিটিও। দুর্ঘটনায় দুটি গাড়িই সম্পূর্ণ জ্বলে গিয়েছে। মৃতদের মধ্যে আছেন ব্রক্ষ্মেশ্বরা রাও (৬১), লক্ষ্মী (৫৮), শ্রী সাই (৯), বাস চালক অঞ্জি ও লরি চালক হরি সিং। প্রত্যেকেই মধ্যপ্রদেশের বাসিন্দা। মৃত আর এক জনের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই দ্রুত এলাকায় পৌঁছয় দমকল ও পুলিশ। যদিও পুড়ে ছাই হয়ে যায় বাস ও লরি। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। জানা গিয়েছে, ওই বাসের যাত্রীরা সোমবার ভোট দিতে এসেছিলেন। কিন্তু ফেরার সময় ঘটে দুর্ঘটনা।
