আজকাল ওয়েবডেস্ক: সুস্থ জীবন বজায় রাখতে ভ্রমণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভ্রমণের তাৎপর্য শুধু গন্তব্যে নয়, এমনকি ভ্রমণেও নয়। অনেক লোকের জন্য, ভ্রমণের পরিকল্পনা করাটাও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একজন ক্যান্সার আক্রান্ত রোগীর অনুভূতি প্রকাশ পেয়েছে। ৩৮ বছর বয়সী সেই ক্যান্সার-যোদ্ধা তাঁর পরিবারের সঙ্গে ভ্রমণের পরে মন ভাল করা স্মৃতি তৈরি করেছে । স্বাস্থ্যের লড়াই থাকা সত্ত্বেও সে জীবনীশক্তির অনুভূতি পেয়েছে । কিন্তু ক্যান্সার আক্রান্ত কাউকে নিয়ে ভ্রমণে গেলে চেকলিস্টে কী কী রাখবেন ?
 ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর অনেকেই মনে করেন জীবনের শেষ। ভ্রমণের মাধ্যমে তাদের সেই ভুল ভেঙেছে। নতুন জীবন ফিরে পাওয়ার স্বপ্ন দেখতে পারে সকলেই। 
কেউ কেউ ভ্রমণকে ব্যয়বহুল মনে করেন। কেউ কেউ প্রিয়জনের সঙ্গে ভ্রমণে গিয়ে আরও বেশি সময় কাটাতে চান। আবার কেউ দামি গাড়ি কিনে ভ্রমণ করতে চান। বাকেট লিস্ট সঠিক পরিকল্পনা করা থাকলে ভবিষ্যতের জন্য তা ভাল। কেউ কেউ মনে করেন যে ভ্রমণ ক্লান্তিকর, ব্যয়বহুল এবং চাপের। কিন্তু ভ্রমণ জীবনে বয়ে আনতে পারে খোলা হাওয়া। 
তাই ভয় পেলে চলবে না। মন শক্ত করতে হবে। 
ডাক্তারি পরামর্শ মেনে চলতে হবে। আর বেড়াতে গেলেও তাঁদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। প্রয়োজনীয় ওষুধ নিয়ম করে খেতে হবে। আর আত্মবিশ্বাসের সঙ্গে জীবন উপভোগ করতে হবে।