আজকাল ওয়েবডেস্ক: ভয়াবহ পথ দুর্ঘটনা উত্তরপ্রদেশে। বেপরোয়া গতির বলি এক পরিবারের ৬ সদস্য।
পুলিশ সূত্রে খবর, সোমবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে হাপুর জেলায়। গাজিয়াবাদ থেকে নৈনিতালে গাড়িতে করে ঘুরতে যাচ্ছিলেন এক পরিবারের ৬ সদস্য। দিল্লি - লখনউ ৯ নম্বর জাতীয় সড়কে আচমকা একটি দ্রুত গতির ট্রাক গাড়িতে ধাক্কা দেয়। এর জেরে গাড়িটি পুরো দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় ৬ জনের।
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গাড়িটি কেটে মৃতদেহগুলো উদ্ধার করা হয়। দুর্ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার পর পরিবারের অন্যান্য সদস্যদের খবর দিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, সোমবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে হাপুর জেলায়। গাজিয়াবাদ থেকে নৈনিতালে গাড়িতে করে ঘুরতে যাচ্ছিলেন এক পরিবারের ৬ সদস্য। দিল্লি - লখনউ ৯ নম্বর জাতীয় সড়কে আচমকা একটি দ্রুত গতির ট্রাক গাড়িতে ধাক্কা দেয়। এর জেরে গাড়িটি পুরো দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় ৬ জনের।
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গাড়িটি কেটে মৃতদেহগুলো উদ্ধার করা হয়। দুর্ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার পর পরিবারের অন্যান্য সদস্যদের খবর দিয়েছে পুলিশ।
