সংবাদসংস্থা মুম্বই: দীপিকা পাড়ুকোন, ঐশ্বর্য রাই, অনুষ্কা শর্মা, সোনম কাপুর, সারা আলি খানের পর এবার এই তালিকায় যোগ হল কিয়ারা আডবানির নাম।
এই বছর ঐতিহ্যবাহী কান চলচ্চিত্র উৎসবে ভারতকে প্রতিনিধিত্ব করতে দেখা যাবে অভিনেত্রীকে। এই বছর 'রেড সি ফিল্ম ফাউন্ডেশন'-এর 'উইমেন ইন সিনেমা গালা ডিনার'-এ অংশ নিতে দেখা যাবে কিয়ারাকে। এটি 'কান'-এ 'ভ্যানিটি ফেয়ার' দ্বারা আয়োজিত হবে। অনুষ্ঠানে সারা বিশ্ব থেকে ছ'জন প্রতিভাবান নারীদের আমন্ত্রণ জানানো হয়েছে। যাঁরা বিনোদন মহলে অসামান্য অবদানের জন্য স্বীকৃত। তাছাড়া, 'কান চলচ্চিত্র উৎসব'-এ বিশ্বে ছবি প্রযোজনা এবং চিত্রগ্রহণ সম্পর্কে ১৮ মে চারটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। যেখানে কিয়ারা রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল প্যানেলে অংশগ্রহণ করবেন। তার প্রস্তুতি শুরু করে দিয়েছেন অভিনেত্রী ইতিমধ্যেই। সেই ছবি ধরা পড়েছে সামাজিক মাধ্যমে।
বিনোদন দুনিয়ার অন্যতম বড় চলচ্চিত্র উৎসব এই 'কান'। এই বছর ফ্রান্সে অনুষ্ঠিত হচ্ছে এই চলচ্চিত্র উৎসব। ৭৭ তম কান চলচ্চিত্র উৎসব চলবে ১৪ থেকে ২৫ মে পর্যন্ত। প্রত্যেক বছর এই উৎসবে বেশ কিছু বাছাই করা ছবি দেখানো হয়। রয়েছে পায়েল কাপাডিয়ার 'অল উই ইম্যাজিন অ্যাজ লাইট' ও শ্যাম বেনেগলের 'মন্থন'-এ
সহ আরও কিছু ছবি।
