বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৩ মে ২০২৪ ২১ : ১৭Pallabi Ghosh
পল্লবী ঘোষ, বনগাঁ: বনগাঁ লোকসভা কেন্দ্রে নির্বাচনী সভায় চব্বিশের ভোটের সম্ভাব্য ফলাফল ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। তাঁর দাবি, বিজেপি এবার ২০০ আসনও পাবে না। উল্টোদিকে তিনশোর অধিক আসনে জিতে তাঁর তৈরি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে।
নির্বাচনের শুরু থেকেই ৪০০ আসনের লক্ষ্যমাত্রা নিয়ে প্রচার শুরু করেছে বিজেপি। মোদি-শাহকে কটাক্ষ করে আজকের সভায় মমতার দাবি, 'এখনও পর্যন্ত যা দেখছি, তাতে ভোট খুব ভাল হয়েছে। এটা দেখেই বাবুদের মুখ শুকিয়ে গিয়েছে। জেনে রাখুন, এবার দিল্লিতে মোদীবাবু আসছেন না। আমার কাছে হিসাব আছে। বিজেপি ৪০০ তো দূরের কথা, ২০০-ও পার করতে পারবে না। বড়জোর ১৯৫ আসন পাবে। আর ইন্ডিয়া গোটা দেশে পাবে ৩০০-৩১৫টি আসন। মোদি সরকার দেশ থেকে যাবে। আপনাদের দিদি দিল্লিতে ইন্ডিয়া জোটের সরকার গড়বে।'
রাজ্যে বাম, কংগ্রেস জোট বেঁধে তৃণমূলের বিরুদ্ধে লড়ছে। যা ঘিরে সমালোচনা করতে পিছপা হননি মমতা। তবে শুরু থেকেই দিল্লির জোট ঘিরে আশাবাদী ছিলেন। ইন্ডিয়া জোটের নামকরণ তাঁর করা। বিরোধীদের কণ্ঠরোধ করতে হেমন্ত সোরেন থেকে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির পর জোর গলায় বিজেপির বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। নির্বাচন চলাকালীন রাজ্যের বহু জনসভায় দাবিও করেছেন, বিজেপিকে একমাত্র তিনিই রুখতে পারেন। ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে, বাংলা চালিকাশক্তি হবে। এদিনের সভাতেও জোট ঘিরে কর্মী, সমর্থকদের মধ্যে আরও আশা জাগালেন তিনি।