আজকাল ওয়েবডেস্ক: গাজায় ইজরায়েলি নৃশংসতার প্রতিবাদে আমেরিকা জুড়ে চলা প্রতিবাদ বিক্ষোভ থেকে অন্তত ৫০ অধ্যাপককে আটক করল পুলিশ। পড়ুয়াদের বিক্ষোভে অংশ নেওয়া ও সংহতি জানানোয় তাঁদের গ্রেপ্তার করা হয়। জানা গিয়েছে, বেশ কয়েকজন অধ্যাপক পুলিশের মারধর, হয়রানি ও হেনস্থার শিকার হয়েছেন। গত ১৭ এপ্রিল নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এই বিক্ষোভের সূচনা করেন। গাজায় যুদ্ধ বন্ধ, ইজরায়েল সরকার, ইজরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক ছিন্নসহ বেশ কিছু দাবি ওঠে বিক্ষোভে। পরে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে।

ইউরোপেরও অন্তত ১২টি দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে মার্কিন পড়ুয়াদের এই আন্দোলন। এর প্রতিবাদে আমেরিকায় আড়াই হাজারের বেশি এবং ইউরোপে তিনশোর বেশি পড়ুয়াকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, এক পড়ুয়াকে পুলিশ আটক করতে গেলে তাতে বাধা দেওয়ার চেষ্টা করেন আটলান্টার ইমোরি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ক্যারলিন ফলিন। ওই অধ্যাপককে মাটিতে ফেলে হাঁটু দিয়ে চেপে অত্যাচার করে এক পুলিশকর্মী। বিক্ষোভের ভিডিও শুট করছিলেন ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টিভ তামারি। এই সময় তাঁকে শারীরিকভাবে হেনস্থার পর গ্রেপ্তার করে পুলিশ। মার্কিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সংগঠন আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ইউনিভার্সিটি প্রফেসরসের সদস্য আইজ্যাক কামোলা জানিয়েছেন, অধ্যাপকদের হাতকড়া পরিয়ে ধরে নিয়ে যাওয়ার ঘটনা অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে।