দোকানের সামনে গাড়ি রেখেছিলেন। এই অপরাধে অভিনেত্রী অনুমিতা দত্তকে হেনস্থা। তাঁর মাকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে পেটানোর অভিযোগ। তারপরেও প্রশাসন কোনও হেলদোল দেখায়নি। উল্টে, অনুমিতা এবং তাঁর পরিবারকে সিসিটিভি ফুটেজ-সহ তথ্যপ্রমাণের নির্দেশ দেওয়া হয়েছিল। নিরুপায় অনুমিতা বিচার চেয়ে এরপরে রাজ্যের উচ্চ আদালতের দ্বারস্থ হন। অভিনেত্রীর হয়ে মামলা লড়ছেন বিশিষ্ট আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায়। এই খবর আজকাল ডট ইন প্রথম প্রকাশ করেছিল। সোমবার অনুমিতা আজকাল ডট ইনকে জানিয়েছেন, আদালতের নির্দেশ, ঘটনার পূর্ণ তদন্ত হবে। এবং পুরোটাই হবে হাওড়া কমিশনারেটের অধীনে।

সোমবার হাইকোর্টে হিয়ারিং ছিল। অনুমিতার কথায়, ‘‘বিচারপতি জয় সেনগুপ্তের অধীনে মামলার হিয়ারিং হয়েছে। এর আগে আমাদের কাছে তথ্যপ্রমাণ, সাক্ষী, সিসিটিভি ফুটেজ, মেডিকেল রিপোর্ট চাওয়া হয়েছিল। মেডিকেল রিপোর্ট ইতিমধ্যেই জমা দিয়েছি। বিচারপতি সব শোনার পরে নির্দেশ দিয়েছেন, এবার তদন্ত হবে হাওড়া কমিশনারেটের অধীনে। পাশাপাশি, পুলিশকে ভর্ৎসনাও করেন তিনি। জানতে চান, কেন আমাদের থেকে সব কিছু জানতে চাওয়া হয়েছে। এই দায়িত্ব প্রশাসনের। আক্রান্তের নয়।’’ অনুমিতার দাবি, আপাতত পরিস্থিতি তাঁদের পক্ষে। মামলায় জয় হবে কিনা সেটা সময় বলবে।

সান বাংলা চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক ‘সাথী’। ধারাবাহিকের নায়িকা অনুমিতা দত্ত এর আগে জি বাংলায় ‘পাণ্ডব গোয়েন্দা’য় অভিনয় করেছিলেন। অর্থাৎ, ছোটপর্দা এবং দর্শকমহলে পরিচিত মুখ। সেই তিনি সপরিবার আক্রান্ত হয়েছিলেন তুচ্ছ কারণে। আজকাল ডট ইনকে অনুমিতা জানিয়েছিলেন, হাওড়ায় দিদির শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। তার আগে সেখানকার একটি খাবারের দোকানে ঢোকেন। গাড়ি পাশের দোকানের গা ঘেঁষে দাঁড় করান। তাই নিয়ে বচসা। শেষে কথা থামিয়ে হাতাহাতি শুরু। তখনই নায়িকার মাকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে পেটানোর হুমকি দেওয়া হয়। অনুমিতার হাতেও আঘাত করে দোকানের লোকজন। যার থেকে কালসিটে পড়ে গিয়েছিল!

এত ঝঞ্ঝাটের মধ্যেও অনুমিতা ঘটনার টুকরো মুহূর্ত ক্যামেরায় ভিডিও আকারে বন্দি করেছিলেন। সেটা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাঁর হাতের উপরে জোরে আঘাত করা হয়। এতে ফোনটা মাটিতে পড়ে যায়। তাঁর হাতের আংটি খুলে পড়ে হারিয়ে যায়। নায়িকার মায়ের গলার হারও একই ভাবে হারিয়ে গিয়েছে। নায়িকা এরপর হাওড়া থানায় জেনারেল ডায়েরি করেন। অনুমিতা একটি ছবিতে এসিপি লালবাজার কন্ট্রোল রাঙ্ক অলোক সান্যালের মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। অনুমিতার কথায়, ‘‘অলোকদাকে জানাতেই তিনি প্রশাসনের উপরমহলকে জানিয় হাওড়া কমিশনারেটের অধীনে।