বুধবার ১৬ অক্টোবর ২০২৪
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১১ মে ২০২৪ ১২ : ২০Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: শুক্রবারই অন্তবর্তীকালীন জামিনে জেল থেকে ছাড়া পেয়েছেন আপ সুপ্রিমো অরবিন্দ কোজরিওয়াল। সামনেই নির্বাচন। তাই সময় নষ্ট না করে শনিবার থেকেই পুরোদমে নির্বাচনী প্রচারে বেরিয়ে পড়েছেন তিনি। ২৫ মে ভোট রয়েছে দিল্লিতে। শনিবার সকালে হনুমান মন্দিরে পুজো দিয়ে আপের দপ্তরে সাংবাদিক সম্মেলন রয়েছে তাঁর। বিকেল চারটে নাগাদ দক্ষিণ দিল্লিতে রোড শো করবেন দিল্লির মুখ্যমন্ত্রী। ছ’টা নাগাদ পূর্ব দিল্লির কৃষ্ণনগরে রোড শো।
শুক্রবার জেল থেকে ছাড়া পেয়ে নিজের বাসভবনে আসেন কেজরিওয়াল। সেখানে ঢাক. ঢোল নিয়ে ভিড় জমিয়েছিলেন আপ কর্মী সমর্থকরা। তাঁদের উদ্দেশেও হাত নাড়েন তিনি। এরপর শনিবার থেকেই নির্বাচনকে পাখির চোখ করে পুরোদস্তুর প্রচারে আপ সুপ্রিমো। আপ সূত্রে খবর, শুধু দিল্লিতেই নয় হরিয়ানা এবং পাঞ্জাবেও যেতে পারেন কেজরি। ইন্ডিয়া ব্লকের হয়ে ইতিমধ্যেই দেশজুড়ে প্রচার করছেন নেতারা। তার মধ্যে কেজরিওয়াল যোগ দেওয়ায় কর্মী সমর্থকরা আলাদা উৎসাহ পাবেন বলেই মনে করা হচ্ছে।