জঙ্গিপুর পুলিশ জেলা সুপার আনন্দ রায় বলেন, "ঘটনার খবর পাওয়ার পরই পুলিশ অত্যন্ত তৎপরতার সঙ্গে ছিনতাইকারীদের পিছু নেয়। তিন ছিনতাইকারীকেই গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া টাকাও। স্থানীয় বাসিন্দারা জানান, ওই ব্যক্তির চিৎকার শুনে কয়েকজন ব্যক্তি ছিনতাইকারীদের পিছু নেয়। ছিনতাইকারীরা গঙ্গা নদীর ভাঙন কবলিত ধানঘড়া এলাকায় পৌঁছে যায়। কিন্তু সেখানে পৌঁছানোর পর রাস্তা শেষ হয়ে যাওয়ার কারণে ছিনতাইকারীরা আর পালিয়ে যেতে পারেনি। পুলিশ জানিয়েছে, ছিনতাইকারীরা বিহারের কাটিহার এলাকার বাসিন্দা। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা জানার জন্য তদন্ত শুরু হয়েছে।
