জন্মদিনে ইডেনে রেকর্ড। এই শতরান নিশ্চিতভাবে আলাদা জায়গা পাবে তাঁর বাকি সেঞ্চুরিগুলোর তুলনায়। এই মুহূর্তকে আরও স্পেশাল করে তুলেছে শচীন তেন্ডুলকারের অভিনন্দন। বিরাট বলেন, "তেন্ডুলকারের টুইট স্পেশাল। আমার হিরোর রেকর্ড স্পর্শ করা গর্বের এবং সম্মানের। আমার জন্য আবেগঘন মুহূর্ত। আমি জানি কতদিন ওনাকে টিভিতে দেখেছি, আমি কথা থেকে উঠে এসেছি। ওনার প্রশংসা আমার কাছে মূল্যবান।" শতরান করলেও এদিন নিজের চেনা ছন্দে পাওয়া যায়নি কোহলিকে। সেই আগ্রাসী মনোভাব ছিল না। বিরাট জানান, ম্যানেজমেন্টর নির্দেশ অনুযায়ী তিনি খেলেছেন। প্রথম ইনিংসে ব্যাট করে বড় রান উঠলেও, শট খেলার খুব বেশি উপযোগী ছিল না পিচ। এই প্রসঙ্গে কোহলি বলেন, "চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত সবচেয়ে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেললাম। তাই বাড়তি মোটিভেশন ছিল। জন্মদিনে সমর্থকরা সেটা আরও বাড়িয়ে দেয়। ওপেনাররা এভাবে শুরু করলে মনে হয় উইকেট ব্যাটিং সহায়ক। কিন্তু বল পুরোনো হতেই কন্ডিশন বদলে যায়। ম্যানেজমেন্টের নির্দেশ ছিল শেষপর্যন্ত ব্যাট করা। সেদিক থেকে আমি খুশি। আমি ক্রিকেট খেলা উপভোগ করছি। তবে আরও বেশি গুরুত্বপূর্ণ বিষয় হল, আমি দলের হয়ে আবার অবদান রাখতে পারছি।" রবিবাসরীয় ইডেনে একাধিক রেকর্ডের মালিক হন কোহলি।
