শনিবার ২৩ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৫ নভেম্বর ২০২৩ ১৮ : ২৬Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: রেকর্ড জয়ের পর ইডেনে সংক্ষিপ্ত জন্মদিন পালন বিরাট কোহলির। গতকাল সিএবি সভাপতি জানিয়েছিলেন, ড্রেসিংরুমে তাঁর কেক এবং সোনায় মোড়া ব্যাটের স্মারক পৌঁছে দেওয়া হবে। এদিন ম্যাচ শেষে ভারতীয় ড্রেসিংরুমের বাইরে সেই স্মারক কোহলির হাতে তুলে দেন সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি। ছিলেন সচিব নরেশ ওঝাও। সোনায় মোড়া ব্যাটে লেখা, "হ্যাপি বার্থডে বিরাট।" ব্যাটের গায়ে খোদাই করে লেখা, "তুমি দায়বদ্ধতার প্রকৃত উদাহরণ। বয়স যে শুধুই সংখ্যা মাত্র, তার প্রমাণ তুমি।" এছাড়াও সিএবির উপহার দেওয়া একটি জায়ান্ট কেক কাটেন কোহলি। ডার্ক চকোলেট কেকের ওপরে বিরাটের মূর্তি। প্রাথমিকভাবে জন্মদিন পালনে বিশাল আয়োজন ছিল সিএবির। কিন্তু আইসিসি এবং বিসিসিআইয়ের অনুমতি না মেলায় সেলিব্রেশন বাতিল করতে হয়। তারমধ্যেও ক্রিকেটের নন্দনকাননে সংক্ষিপ্ত উদযাপন।
জন্মদিনে ইডেনে রেকর্ড। এই শতরান নিশ্চিতভাবে আলাদা জায়গা পাবে তাঁর বাকি সেঞ্চুরিগুলোর তুলনায়। এই মুহূর্তকে আরও স্পেশাল করে তুলেছে শচীন তেন্ডুলকারের অভিনন্দন। বিরাট বলেন, "তেন্ডুলকারের টুইট স্পেশাল। আমার হিরোর রেকর্ড স্পর্শ করা গর্বের এবং সম্মানের। আমার জন্য আবেগঘন মুহূর্ত। আমি জানি কতদিন ওনাকে টিভিতে দেখেছি, আমি কথা থেকে উঠে এসেছি। ওনার প্রশংসা আমার কাছে মূল্যবান।" শতরান করলেও এদিন নিজের চেনা ছন্দে পাওয়া যায়নি কোহলিকে। সেই আগ্রাসী মনোভাব ছিল না। বিরাট জানান, ম্যানেজমেন্টর নির্দেশ অনুযায়ী তিনি খেলেছেন। প্রথম ইনিংসে ব্যাট করে বড় রান উঠলেও, শট খেলার খুব বেশি উপযোগী ছিল না পিচ। এই প্রসঙ্গে কোহলি বলেন, "চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত সবচেয়ে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেললাম। তাই বাড়তি মোটিভেশন ছিল। জন্মদিনে সমর্থকরা সেটা আরও বাড়িয়ে দেয়। ওপেনাররা এভাবে শুরু করলে মনে হয় উইকেট ব্যাটিং সহায়ক। কিন্তু বল পুরোনো হতেই কন্ডিশন বদলে যায়। ম্যানেজমেন্টের নির্দেশ ছিল শেষপর্যন্ত ব্যাট করা। সেদিক থেকে আমি খুশি। আমি ক্রিকেট খেলা উপভোগ করছি। তবে আরও বেশি গুরুত্বপূর্ণ বিষয় হল, আমি দলের হয়ে আবার অবদান রাখতে পারছি।" রবিবাসরীয় ইডেনে একাধিক রেকর্ডের মালিক হন কোহলি।
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
পারথ টেস্টে বিরল নজির পন্থের, এই রেকর্ড আর কারও নেই...
পাঁচ উইকেট বুমরার, ১০৪ রানে শেষ অস্ট্রেলিয়া
'মনে করো দেশের জন্য গুলি খাচ্ছো', গম্ভীরের মন্ত্রেই অভিষেকে নজর কাড়লেন নীতিশ...
পছন্দের শহরে জয় দিয়ে আই লিগ অভিযান শুরু হাবাসের ...
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আপৎকালীন বৈঠক ডাকল আইসিসি ...
অবৈধ বোলিং অ্যাকশনের জন্য নিলামের আগেই নির্বাসিত হতে পারে ভারতীয় অলরাউন্ডার ...
অস্ট্রেলিয়ার জার্সিতে বাগান প্র্যাকটিসে ম্যাকলারেন, চোট-আঘাত নিয়ে ভাবছেন না মোলিনা...
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারতের ওপর চাপ বাড়াচ্ছে পাকিস্তান...
আবির্ভাবেই রেকর্ড, চ্যাম্পিয়ন হয়ে কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব...
আবির্ভাবেই রেকর্ড, চ্যাম্পিয়ন হয়ে কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব...
কলকাতা ফুটবলের আকাশে নতুন নাম ইউকেএসসি
এই আম্পায়ার মাঠে থাকলেই কপাল খারাপ ভারতের! প্রকাশ্যে পারথ টেস্টের আম্পায়ার এবং ধারাভাষ্যকারদের তালিকা...
পারথে অগ্নিপরীক্ষা, কপিলের উদাহরণ দিয়ে বুমরাকে তাতালেন বিশ্বজয়ী দলের সদস্য...
মুম্বই-আহমেদাবাদ নয়, ২০৩৬ অলিম্পিকের ভেন্যু হওয়ার দৌড়ে এগিয়ে এই দুই শহর ...
ভারতীয় ক্রিকেটের ব্যাড বয়ের জন্য নিলামে ঝাঁপাতে পারে একাধিক দল, ২০ কোটিতে বিকোতে পারেন তারকা ...
কেরিয়ার প্রায় শেষ করে দিয়েছিলেন রিঙ্কু, সেই যশকেই পাঠানো হল পারথে, কিন্তু কেন? ...
টেনশনের ম্যাচে চীনকে হারাল ভারত, তৃতীয়বার এশিয়াসেরা ভারতের মেয়েরা ...