রবিবার ২২ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | KEJRIWAL: ৭ মে অন্তর্বর্তী জামিন পেতে পারেন অরবিন্দ কেজরিওয়াল, ইঙ্গিত দিল সুপ্রিম কোর্ট

Sumit | ০৩ মে ২০২৪ ১৭ : ৩৭Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: অন্তর্বর্তী জামিন পেতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। লোকসভা ভোটে তিনি যাতে প্রচার করতে পারেন সেজন্যেই মিলতে পারে এই জামিন। বিষয়টি খতিয়ে দেখছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে আগামী ৭ মে ইডি এবং কেজরিওয়ালের আইনজীবী যেন অন্তর্বর্তীকালীন জামিনের জন্য তৈরি হয়ে আসেন। আবগারি মামলায় ২১ মার্চ গ্রেপ্তার হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এরপর নিম্ন আদালতে স্বস্তি না পেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হন কেজরি। তিনি ছিলেন তৃতীয় আপ নেতা যাকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এদিন কেজরিওয়ালের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনও প্রমাণ নেই। এই গ্রেপ্তারি বৈধ নয়। ইডির সমনে হাজিরা দেননি কেজরিওয়াল, এর মানে এই নয় যে তাঁকে গ্রেপ্তার করতে হবে। আদালত এদিন বলেন, এই মামলায় আরও সময় দিতে হবে। আমরা কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করতে পারি কারণ এখন ভোট চলছে। আগামী মঙ্গলবার অর্থাৎ ৭ মে এবিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত। আদালত এমনভাবে কাজটি করতে চায় যেন কোনও পক্ষের কোনও সমস্যা না হয়। 




বিশেষ খবর

নানান খবর

নানান খবর





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



05 24