আজকাল ওয়েবডেস্ক :  অনেক হয়েছে চোখের জল। এবার আর নয়। বাজারে এবার থেকে জলের দলে মিলবে পেঁয়াজ। খুচরো বাজারে পেঁয়াজের মূল্যবৃদ্ধি রুখতে আসরে নামল কেন্দ্র। একটি প্রেস বিবৃতি জারি করে জানিয়েছে পরবর্তী খারিফ ফসল আসার আগে পর্যন্ত বাজারে পেঁয়াজের দাম বেশ খানিকটা উপরের দিকে। তবে আম জনতার মুখে হাসি ফোটাতে এবার খোলা বাজারে ২৫ টাকা কেজি দলে মিলবে পেঁয়াজ। ইতিমধ্যেই ৫.০৬ লক্ষ মেট্রিক টন পেঁয়াজ দেশের বিভিন্ন প্রান্তে রওনা হয়েছে। এনসিসিএফ, নাফেদ, কেন্দ্রীয় ভান্ডার এবং বিভিন্ন রাজ্য পরিচালিত কোঅপারেটিভ থেকে মিলবে এই সস্তার পেঁয়াজ। আগামী সপ্তাহ থেকেই এই সস্তার পেঁয়াজ মিলবে। উৎসবের মরশুমে বাড়তে থাকা চাহিদা ও জোগানের ঘাটতির মেলবন্ধনের কারণেই পেঁয়াজের দামবৃদ্ধি। তাছাড়া এবার বহু রাজ্যে বৃষ্টির পরিমাণ গড় পরিমাণের চেয়ে কম। এদিকে মহারাষ্ট্র সরকার পেঁয়াজ রপ্তানির উপর ৩০ শতাংশ কর চাপিয়েছে। ফলে অন্য রাজ্যে সেই পেঁয়াজ পৌঁছলেও দাম মোটেও কমবে না বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তবে কেন্দ্র সরকারের এই সিদ্ধান্ত খানিকটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন আমজনতা। 
