আজকাল ওয়েবডেস্ক: ব্রিটেনের রাজধানী লন্ডনের দক্ষিণাঞ্চল থেকে এক ব্যক্তিকে তরবারিসহ গ্রেফতার করা হয়েছে। ছুরিকাঘাতে বেশ কয়েকজন আহত হওয়ার পর তাঁকে আটক করে মেট্রোপলিটন পুলিশ। এদিন সকাল সাতটার সময় পুলিশ ঘটনার কথা জানতে পারে। তাঁদের জানানো হয় এক ব্যক্তি গাড়ি নিয়ে একটি বাড়িতে ঢুকে পড়েছেন এবং বেশ কয়েকজন ছুরিকাঘাতে আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, সাধারণ মানুষ ও দুই পুলিশ অফিসারের ওপর হামলা করে ওই ব্যক্তি। লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, তাঁদের সদস্যরা পাঁচজন আহতকে হাসপাতালে ভর্তি করেছে। তবে আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি। তবে এই ঘটনার সঙ্গে কোনও সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের যোগসূত্র নেই বলেই দাবি করছে লন্ডন পুলিশ।