যদি কোনও প্রতিষ্ঠানে আপনি ৫ বছর ধরে কাজ করেন তাহলে সেখান থেকে আপনি গ্র্যাচুইটি পেতে পারেন। ১৮৭২ সাল থেকে শুরু হওয়া এই আইন সকলের ক্ষেত্রে প্রযোজ্য।
2
8
এর সঙ্গে থাকতে পারে আপনার অবসরের পরিকল্পনা। এখানে টানা ৫ বছর ধরে বিনিয়োগ করতে হয়। যদি হঠাৎ করে আপনার কিছু ঘটে তাহলে সেখানে আপনার নমিনি টাকা পাবেন।
3
8
যদি কোথাও আপনি ৮ বছর ৮ মাস ধরে কাজ করেন তাহলে সেটিকে ৯ বছর বলে ধরা হবে। সেখানে হিসেব করে নিজের টাকা ধরে নিতে হবে।
4
8
যদি বেসিক মাইনে ৬৫০০০ হয় তাহলে ১০ বছর এবং ৭ মাসের হিসেবে গ্র্যাচুইটি হবে ৬৫০০০x১১x১৫/২৬ হবে। তাহলে গ্র্যাচুইটি হবে ৪ লাখ ১২ হাজার ৫০০ টাকা।
5
8
যদি বেসিক হয় ৭৫০০০ টাকা। তাহলে ১০ বছর সাত মাসে আপনি পাবেন ৪ লাখ ৭৫ হাজার ৯৬২ টাকা। যদি বেসিক হয় ৮৫০০০ টাকা তাহলে ১০ বছর সাত মাসে আপনি পাবেন ৫ লাখ ৩৯ হাজার ৪২৩ টাকা।
6
8
যদি আপনার কাছে হিসেব জানা থাকে তাহলে সেখান থেকে আপনি নিজের টাকা বুঝে নিতে পারবেন। সেখানে সমস্ত দিক আপনাকে দেখে নিতে হবে।
7
8
তবে যেখানেই বিনিয়োগ করবেন তার আগে ভাল করে সমস্ত দিক দেখে নেবেন। সেখানে নিজের প্রতিষ্ঠানের কর্তাদের সঙ্গেও কথা বলে নিতে পারেন।
8
8
আসলে গ্র্যাচুইটি হল ভারতীয় আইনের হিসেব। একে যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে সেখান থেকে লাভ হবে আপনারই।