আজকাল ওয়েবডেস্ক: রবিবার ভারত-দক্ষিণ ম্যাচের দিন ৩৫ বছরে পা দেবেন বিরাট কোহলি। এতে হাইভোল্টেজ ম্যাচের তাৎপর্য দ্বিগুণ বেড়ে গিয়েছে। নিজের বিশেষ দিন কলকাতায় কাটাবেন কিং কোহলি। ঠিক রাত বারোটায় বিরাটকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। সামাজিক নেটমাধ্যমে তিনি লেখেন, "নিজের জন্মদিনে দেশের হয়ে ঐতিহাসিক ম্যাচ খেলতে কলকাতায় কিংবদন্তি বিরাট কোহলি। তাতে আমি ভীষণ খুশি। বিরাটকে জন্মদিনের শুভেচ্ছা। ওর এবং ওর পরিবারের জন্য ভালবাসা রইল। সাফল্য কামনা করব।" বিরাট অদ্ভুতভাবে শান্ত হলেও, কোহলির জন্মদিনকে কেন্দ্র করে উন্মাদনা চরমে। সিএবি থেকে শুরু করে টিম হোটেল, পরিকল্পনা একাধিক। রবিবার সকালেই ব্রেকফাস্টের সময় হোটেলের পক্ষ থেকে কেক দেওয়া হবে কোহলিকে। থাকবে রসগোল্লাও। বিরাটের জন্মদিন স্পেশাল করতে তৎপর হোটেল কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে বিশেষ দিনে মেনুতে থাকবে বাঙালি খাবারও। পদের মধ্যে থাকবে লুচি, ছোলার ডাল, মিষ্টি দই, রসগোল্লা ইত্যাদি। ডিনারের মেনুতে এগুলো থাকার কথা। তবে বিরাট কতটা খাবেন বা আদৌ খাবেন কিনা সেই নিয়ে রয়েছে বড় প্রশ্ন। প্রচণ্ড ফিটনেস সচেতন। বাঁধাধরা রুটিনের বাইরে যান না। বিশেষ করে খাবারেও রয়েছে অনেক বিধিনিষেধ। সাধারণত ডায়েট চার্টের বাইরে যান না। তবে "চিট ডে" অবশ্য রয়েছে। জন্মদিনের দিনও ডায়েট মেনটেইন করবেন? না কোহলির পাতে পড়বে দই-রসগোল্লা? এগুলোর কোনওটাই না খেলেও বিকল্প ব্যবস্থা থাকছে। বিশেষ ভেগান ডিশ বানানো হবে বার্থডে বয়ের জন্য।