শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৪ এপ্রিল ২০২৪ ১৮ : ২৮Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার দ্বিতীয় দফার ভোট দেশে। তারপরেও বাকি থাকছে আরও ৫ দফা। বাংলায় ভোট হচ্ছে ৭ দফায়। প্রার্থীরা যেমন প্রচার চালাচ্ছেন, তেমন তাঁডের হয়ে প্রচার চালাচ্ছেন তারকা প্রচারকরা। বুধবার চতুর্থ দফার তারকা প্রচারকের তালিকা প্রকাশ করল রাজ্যের শাসকদল। তালিকায় নাম রয়েছে ৪০ জনের। তারকা প্রচারকের তালিকার শুরুতেই নাম রয়েছে দলের সুপ্রিমো মমতা ব্যানার্জির। একই সঙ্গে দ্বিতীয় স্থানে নাম রয়েছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির। অভিষেক নিজেও এই লোকসভা নির্বাচনের প্রার্থী। তারকা প্রচারকের তালিকায় নাম রয়েছে শত্রুঘ্ন সিনহা, কল্যাণ ব্যানার্জি, অরূপ বিশ্বাস, ব্রাত্য বসু, কুণাল ঘোষ, রাজ চক্রবর্তী, তৃণাঙ্কুর ভট্টাচার্য, দেবাংশু ভট্টাচার্য, সৌরভ দাস, কৌশাণি মুখার্জি, রচনা ব্যানার্জি। ৪০ জন তারকা প্রচারকের এই তালিকায় জানানো হয়েছে, ভোটের আগামী দফাগুলির জন্য আলাদা করে আর তারকা প্রচারকের তালিকা প্রকাশ করবে না তৃণমূল কংগ্রেস। এই তালিকায় রয়েছেন যাঁরা, সপ্তম দফা পর্যন্ত ভোটে তাঁরাই তৃণমূল কংগ্রেসের তারকা প্রচারক।