আজকাল ওয়েবডেস্ক: বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ মুর্শিদাবাদের ফরাক্কা ব্যারেজের গেট নম্বর ৪৮–এর কাছে একটি পণ্যবোঝাই লরিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে আসে দমকলের চারটি ইঞ্জিন। জানা গেছে, আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে ব্যারেজ সংলগ্ন ট্রেন লাইনের ওভারহেড তার আগুনে পুড়ে যায়। ফলে সকাল থেকেই ফরাক্কা ব্যারেজের উপর দিয়ে ডাউন শাখায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তাছাড়া সড়কপথে ব্যাপক যানজটের সৃষ্টি হওয়ায় কার্যত বন্ধ হয়ে যায় উত্তর এবং দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগ ব্যবস্থা। রাস্তায় সারি বেঁধে দাঁড়িয়ে থাকে একাধিক গাড়ি। সূত্রের খবর, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে না আসার ফলে দাঁড়িয়ে রয়েছে আগ্রা থেকে কলকাতাগামী এক্সপ্রেস ট্রেন। দমকল আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন ফরাক্কার পুলিশ প্রশাসন, সিআইএসএফের জওয়ান এবং অন্যান্য পদাধিকারীরা। তবে ঠিক কি কারণে ওই লরিতে আগুন লেগেছে তার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি।
