টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?-----
দুবাই না মুম্বই!
প্রাক বিয়ে জামনগরে। তাতেই তারার হাট। এবার বিয়ের প্রস্তুতি শুরু। খবর, ১২ জুলাই চার হাত এক হতে পারে অনন্ত অম্বানি-রাধিকা মার্চেন্টের। হেভিওয়েট বিয়ে। বিয়ের বাসর লন্ডন না দুবাইয়ে? এমনই গুঞ্জন বলিউডে। শোনা যাচ্ছে, মুম্বইতেই নাকি বিয়ে করবেন তাঁরা। সমস্ত আমন্ত্রিতদের ইতিমধ্যেই কার্ড পাঠানো হয়ে গিয়েছে।
অনন্যার জায়গায় সারা
আয়ুষ্মান খুরানার ‘ড্রিমগার্ল’ নাকি বদলে গিয়েছে। অনন্যা পাণ্ডের জায়গায় নাকি সারা আলি খান এখন তাঁর মনপসন্দ নায়িকা। সেই কারণেই ‘ড্রিমগার্ল ৩’-এ নায়িকাবদল। ইতিমধ্যেই নাকি বৈঠকে বসে ব্যাপারটি ঠিক হয়ে গিয়েছে। এবার শুধুই শুটিং ফ্লোরে যাওয়ার অপেক্ষা।
ভুয়ো খবর
বন্ধ হচ্ছে না মুম্বইয়ের জনপ্রিয় প্রেক্ষাগৃহ গেইটি গ্যালাক্সি। প্রেক্ষাগৃহ বন্ধের খবর ভুয়ো, এমনটাই জানিয়েছেন মাল্টিপ্লেক্সের নির্বাহী পরিচালক মনোজ দেশাই। শোনা গিয়েছিল, দর্শকসংখ্যা ক্রমশ কমে যাওয়ায় নাকি মাল্টিপ্লেক্স বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন মালিকেরা। সে খবর নস্যাৎ করে দিয়েছেন মনোজ। দাবি, নিন্দুকেরা অকারণে মিথ্যে গুজব ছড়াচ্ছে।
যুবিকা গর্ভবতী নন
এমনটাই দাবি প্রিন্স নরুলার। খবর ছড়িয়েছে, বিয়ের ছ’বছর পরে ‘বিগ বস ৯’ বিজয়ী প্রিন্স নারুলা এবং তার স্ত্রী যুবিকা চৌধুরী মা-বাবা হচ্ছেন। এ খবর উড়িয়ে নরুলার দাবি, এসব কিছুই হয়নি। হলে অবশ্যই নিজে থেকে জানাবেন।
দুবাই না মুম্বই!
প্রাক বিয়ে জামনগরে। তাতেই তারার হাট। এবার বিয়ের প্রস্তুতি শুরু। খবর, ১২ জুলাই চার হাত এক হতে পারে অনন্ত অম্বানি-রাধিকা মার্চেন্টের। হেভিওয়েট বিয়ে। বিয়ের বাসর লন্ডন না দুবাইয়ে? এমনই গুঞ্জন বলিউডে। শোনা যাচ্ছে, মুম্বইতেই নাকি বিয়ে করবেন তাঁরা। সমস্ত আমন্ত্রিতদের ইতিমধ্যেই কার্ড পাঠানো হয়ে গিয়েছে।
অনন্যার জায়গায় সারা
আয়ুষ্মান খুরানার ‘ড্রিমগার্ল’ নাকি বদলে গিয়েছে। অনন্যা পাণ্ডের জায়গায় নাকি সারা আলি খান এখন তাঁর মনপসন্দ নায়িকা। সেই কারণেই ‘ড্রিমগার্ল ৩’-এ নায়িকাবদল। ইতিমধ্যেই নাকি বৈঠকে বসে ব্যাপারটি ঠিক হয়ে গিয়েছে। এবার শুধুই শুটিং ফ্লোরে যাওয়ার অপেক্ষা।
ভুয়ো খবর
বন্ধ হচ্ছে না মুম্বইয়ের জনপ্রিয় প্রেক্ষাগৃহ গেইটি গ্যালাক্সি। প্রেক্ষাগৃহ বন্ধের খবর ভুয়ো, এমনটাই জানিয়েছেন মাল্টিপ্লেক্সের নির্বাহী পরিচালক মনোজ দেশাই। শোনা গিয়েছিল, দর্শকসংখ্যা ক্রমশ কমে যাওয়ায় নাকি মাল্টিপ্লেক্স বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন মালিকেরা। সে খবর নস্যাৎ করে দিয়েছেন মনোজ। দাবি, নিন্দুকেরা অকারণে মিথ্যে গুজব ছড়াচ্ছে।
যুবিকা গর্ভবতী নন
এমনটাই দাবি প্রিন্স নরুলার। খবর ছড়িয়েছে, বিয়ের ছ’বছর পরে ‘বিগ বস ৯’ বিজয়ী প্রিন্স নারুলা এবং তার স্ত্রী যুবিকা চৌধুরী মা-বাবা হচ্ছেন। এ খবর উড়িয়ে নরুলার দাবি, এসব কিছুই হয়নি। হলে অবশ্যই নিজে থেকে জানাবেন।
