আজকাল ওয়েবডেস্ক :   মিজোরামে সরকার গড়বে কংগ্রেস। আত্মবিশ্বাসী শশী থারুর। লোকসভার কংগ্রেস সাংসদ শশী থারুর জানান, ২০১৪ সালের পর উত্তরপূর্ব ভারতে ক্ষমতায় ফিরবে কংগ্রেস। প্রসঙ্গত ২০১৮ সালে মিজো ন্যাশনাল ফ্রন্টের কাছে কংগ্রেস পরাজিত হয়। তিনি আরও বলেন, কংগ্রেস দেশের মধ্যে একটি ঐতিহ্যবাহী দল। দেশের একতা ধরে রাখতে তারা সর্বদাই বদ্ধপরিকর। ঐতিহ্যের মধ্যেই ঐক্য রয়েছে, এই বিশ্বাসকে সঙ্গে নিয়েই কংগ্রেস আগামীদিনে দেশে ফের ক্ষমতায় ফিরবে। বিজেপিকে তোপ দেগে থারুর বলেন, বিজেপি তার সমস্ত প্রতিশ্রুতি পালনে ব্যর্থ। ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা থেকে শুরু করে ২ কোটি চাকরি সবেতেই ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার। থারুর বলেন, মিজোরামে বেকারত্ব একটি প্রধান সমস্যা। এই সমস্যাকে দ্রুত মেটানোর কাজ করবে কংগ্রেস। নির্বাচনী ইস্তাহারে কংগ্রেস যা প্রতিশ্রুত দিয়েছে তা অক্ষরে অক্ষরে পালন করা হবে। মিজো ন্যাশনাল ফ্রন্টকেও একহাত নেন থারুর। তিনি বলেন, বেকারত্ব দূর করতে ব্যর্থ মিজো সরকার। বিগত ৫ বছরে মাত্র ২,২০০ চাকরি দিয়েছে মিজো সরকার। অথচ রাজ্য পুলিশে ইতিমধ্যেই চার হাজারের বেশি পদ খালি রয়েছে। প্রসঙ্গত ৪০ আসন বিশিষ্ট মিজোরাম বিধানসভায় নির্বাচন হবে ৭ নভেম্বর। ফলপ্রকাশ ৩ ডিসেম্বর।