টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?-----
‘বজরঙ্গি ভাইজান ২’ আসছে!
ফিরছে ‘বজরঙ্গি ভাইজান ২’। এমনই আভাস দিলেন প্রযোজক কে কে রাঘধামোহন। তিনি লেখক বিজয়েন্দ্র প্রসাদের উপস্থিতিতেই জানান, দুটো খুব ভাল চিত্রনাট্য তৈরি হচ্ছে। সব ঠিক থাকলে বিজয়েন্দ্র ফেরাচ্ছেন ‘বজরঙ্গি ভাইজান’কে। এবং মুখ্য ভূমিকায় যে সলমন খানই থাকবেন সে বিষয়ে কোনও দ্বিধা নেই। খুব শিগগিরিই ভাইজানের সঙ্গে দেখা করে তাঁরা কথা বলবেন। পাশাপাশি, ‘রাউডি রাঠোর’কেও ফিরিয়ে আনা হচ্ছে।
মিলিত মাধুরী
শত্রুর মুখে ছাই দিয়ে ১৭ বছর একসঙ্গে কাটিয়ে ফেললেন অভিষেক বচ্চন-ঐশ্বর্য রাই। শনিবার সে খবর তাঁরা বিনীত ভাবে সামাজিক মাধ্যমে জানিয়েছেন। মেয়ে আরাধ্যাকে নিয়ে এদিন তাঁরা একফ্রেমে ধরা দেন। আর কোনও বার্তা তাঁরা দেননি। কিন্তু ছোট পরিবার সুখি পরিবার প্রকাশ্যে আসতেই নিন্দুকদের কথা বন্ধ। এদিকে আনন্দে ফেটে পড়েছেন অনুরাগীরা। তাঁরা মন থেকে শুভেচ্ছা, সমর্থন জানিয়েছেন বচ্চন পরিবারকে। একই সঙ্গে প্রমাণিত, বিচ্ছেদ কেবলই গুঞ্জন। যা রটে তা সব সময় নাও ঘটতে পারে।
ইমরানের গুস্যা
কেন বলিউডকে বাইবাই বলেছেন ইমরান খান? সদ্য মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন ‘কাট্টি বাট্টি’র ব্যর্থতা তিনি নিতে পারেননি। তখনই তাঁর মনে হয়েছিল, তিনি এই ইন্ডাস্ট্রির জন্য উপযুক্ত নন। তবে অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিতে বেশি কিছুদিন লেগেছে তাঁর। টানা দুবছর নিজের সঙ্গে যুঝেছেন। তারপর পদক্ষেপ করেছেন।
‘বজরঙ্গি ভাইজান ২’ আসছে!
ফিরছে ‘বজরঙ্গি ভাইজান ২’। এমনই আভাস দিলেন প্রযোজক কে কে রাঘধামোহন। তিনি লেখক বিজয়েন্দ্র প্রসাদের উপস্থিতিতেই জানান, দুটো খুব ভাল চিত্রনাট্য তৈরি হচ্ছে। সব ঠিক থাকলে বিজয়েন্দ্র ফেরাচ্ছেন ‘বজরঙ্গি ভাইজান’কে। এবং মুখ্য ভূমিকায় যে সলমন খানই থাকবেন সে বিষয়ে কোনও দ্বিধা নেই। খুব শিগগিরিই ভাইজানের সঙ্গে দেখা করে তাঁরা কথা বলবেন। পাশাপাশি, ‘রাউডি রাঠোর’কেও ফিরিয়ে আনা হচ্ছে।
মিলিত মাধুরী
শত্রুর মুখে ছাই দিয়ে ১৭ বছর একসঙ্গে কাটিয়ে ফেললেন অভিষেক বচ্চন-ঐশ্বর্য রাই। শনিবার সে খবর তাঁরা বিনীত ভাবে সামাজিক মাধ্যমে জানিয়েছেন। মেয়ে আরাধ্যাকে নিয়ে এদিন তাঁরা একফ্রেমে ধরা দেন। আর কোনও বার্তা তাঁরা দেননি। কিন্তু ছোট পরিবার সুখি পরিবার প্রকাশ্যে আসতেই নিন্দুকদের কথা বন্ধ। এদিকে আনন্দে ফেটে পড়েছেন অনুরাগীরা। তাঁরা মন থেকে শুভেচ্ছা, সমর্থন জানিয়েছেন বচ্চন পরিবারকে। একই সঙ্গে প্রমাণিত, বিচ্ছেদ কেবলই গুঞ্জন। যা রটে তা সব সময় নাও ঘটতে পারে।
ইমরানের গুস্যা
কেন বলিউডকে বাইবাই বলেছেন ইমরান খান? সদ্য মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন ‘কাট্টি বাট্টি’র ব্যর্থতা তিনি নিতে পারেননি। তখনই তাঁর মনে হয়েছিল, তিনি এই ইন্ডাস্ট্রির জন্য উপযুক্ত নন। তবে অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিতে বেশি কিছুদিন লেগেছে তাঁর। টানা দুবছর নিজের সঙ্গে যুঝেছেন। তারপর পদক্ষেপ করেছেন।
