আজকাল ওয়েবডেস্ক: তীব্র গরমে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে হাঁসফাঁস দশা। শনিবার দুপুরে হাওয়া অফিস জানাল, তাপপ্রবাহের পরিস্থিতি থেকে এখনই স্বস্তি মিলবে না। আগামী বুধবার পর্যন্ত জেলায় জেলায় অতি তীব্র থেকে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম এবং পশ্চিম বর্ধমান এই ৬ জেলায় অতি তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। এই জেলাগুলির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে।
অন্যদিকে কলকাতা, হুগলি, হাওড়া, দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া এবং পূর্ব বর্ধমান, এই নয় জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
বুধবার পর্যন্ত দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়ায় তাপপ্রবাহ এবং বাকি ৯ জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি থাকবে।