আজকাল ওয়েবডেস্ক : ভারত-ইতালির মধ্যে আরও মজবুত সম্পর্ক হবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং ইতালির প্রধানমন্ত্রী সার্জিও মাতারেল্লার মধ্যে একটি বৈঠক হয়। সেখানে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি বিষয়ে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। এছাড়াও প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা এবং সন্ত্রাস দমনে কিভাবে দুই দেশ একসঙ্গে কাজ করবে তা নিয়েও কথা হয়। এস জয়শঙ্কর বর্তমানে রোমে রয়েছেন। ইতালির প্রধানমন্ত্রী জানান, ভারতের সঙ্গে বরাবরই তাদের সম্পর্ক বেশ ভালো। ভারতের মত শক্তিধর দেশের সঙ্গে কাজ করতে পেরে তারা খুশি। নিজের এক্স হ্যান্ডেলে জয়শঙ্কর লিখেছেন, ইতালির প্রধানমন্ত্রীর পরামর্শ পেয়ে তিনি খুশি। বিশ্বের দরবারে ভারত এখন সামনের সারিতে। ভারত-ইতালি সম্পর্ক তারই নতুন দিক বহন করবে। ইতালির প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করার পর জয়শঙ্কর জানান, ইতালির সঙ্গে একযোগে ভারত বেশ কয়েকটি কাজ করবে। তার মধ্যে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই অন্যতম। ইতালির কৃষি, তথ্যপ্রযুক্তি এবং মহাকাশ বিজ্ঞানের সঙ্গে তাল রেখে ভারত কাজ করবে বলেও জানান জয়শঙ্কর। ভারতের জি টোয়েন্টি সম্মেলনে ইতালি যোগ দিয়েছিল। সেখান থেকেই ইতালির সঙ্গে ভারতের সম্পর্ক আরও নতুন দিক নেয়।
