রবিবার ০৫ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | Abhisek Banerjee: ‘‌দিল্লির কাছে মাথা নত নয়’‌, হুঙ্কার অভিষেকের

Rajat Bose | ২০ এপ্রিল ২০২৪ ১৫ : ৩২Rajat Bose


আজকাল ওয়েবডেস্ক:‌ প্রথম দফার ভোট শেষ হয়েছে শুক্রবার। এবার দ্বিতীয় দফার প্রস্তুতি। এই দফায় আগামী শুক্রবার ভোট রয়েছে পশ্চিমবঙ্গের দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাটে। নির্বাচনী প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। শনিবার তিনি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে গোয়ালপোখরে জনসভা করেন। জনসভার পর বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে ইটাহার পলিটেকনিক কলেজ মোড় থেকে ইটাহার দাস পাড়া পর্যন্ত একটি রোড শো করার কথাও রয়েছে অভিষেকের। সেখানে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার।
এদিন গোয়ালপোখরের জনসভা থেকে ‌‌বিজেপি ও কেন্দ্রীয় এজেন্সিকে তীব্র আক্রমণ করেন অভিষেক। বলেন, ‘‌আপনারা দল ভাঙার রাজনীতি জানলে, তৃণমূলও জানে। কৃষ্ণ কল্যাণী বিজেপি ছেড়ে আসার পরেই ওঁর বাড়িতে আয়কর দপ্তর হানা দিল। দু’দিন ধরে চলেছিল তল্লাশি। কিন্তু তিনি নত হননি। লড়াই করেছেন।’‌ এরপরই শুভেন্দুকে খোঁচা দিয়ে অভিষেক বলেন, ‘‌যাঁদের ক্যামেরায় টাকা নিতে দেখা গেছে, তাঁরা ঘরে বসে রয়েছেন। এবার তাঁদের শিক্ষা দেওয়ার সময় এসেছে। ২৬ তারিখ বিজেপিকে শিক্ষা দিন।’‌ তিনি আরও বলেন, ‘‌তৃণমূল শুধু ঈশ্বর, আল্লার সামনে নত হয়। দিল্লির কাছে নয়।’‌ এদিনের জনসভা থেকে কৃষ্ণ কল্যাণীকে তিন লক্ষের বেশি ভোটে জেতানোর আবেদন করেন অভিষেক। 
তৃণমূল থাকতে এনআরসি হবে না, এদিনও জোর গলায় বলেছেন অভিষেক। লকডাউনের সময় রায়গঞ্জে বিজেপি, কংগ্রেস, সিপিএম যে কিছু করেনি তা মনে করিয়ে দিয়ে অভিষেক বলেন, ‘‌গত পাঁচ বছরে বিজেপি, সিপিএম, কংগ্রেসের কেউ এসে জিজ্ঞাসা করেছিল, কিছু প্রয়োজন? খাবেন? বাইরে আটকে থাকা লোকেদের ফিরিয়ে আনার জন্য কেউ কোনও পদক্ষেপ করেছিলেন?’ বিজেপির স্থানীয় সাংসদ দেবশ্রী চৌধুরিকেও খোঁচা দিয়েছেন অভিষেক। গেরুয়া শিবিরকে খোঁচা দিয়ে অভিষেক জানিয়েছেন, ‘‌যাঁরা ভাগাভাগির কথা বলে, তাঁদের সরাতে হবে।’‌ এছাড়াও ১০০ দিনের টাকা, আবার যোজনার টাকা নিয়ে বাংলার সঙ্গে কেন্দ্রীয় বঞ্চনার কথাও এদিন উঠে আসে অভিষেকের বক্তৃতায়। মূল্যবৃদ্ধি নিয়েও এদিন বিজেপি সরকারকে তুলোধনা করেন অভিষেক। 








বিশেষ খবর

নানান খবর

নানান খবর

'অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন ক্ষমতালোভী সাংসদ, অশ্লীল ভাষায় কথা বলতে অভ্যস্ত', চড়া সুরে আক্রমণ কল্যাণের ...

ইসরোর ভ্রাম্যমাণ গাড়ি পৌঁছল কোচবিহারের স্কুলে, মহাকাশ সম্পর্কিত প্রদর্শনী দেখে উচ্ছ্বসিত পড়ুয়ারা...

নওদায় প্রকাশ্যে শুটআউট, গুলিবিদ্ধ যুবক, মালদহের পর চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদে ...

'খুনের নেপথ্যে বড় মাথা', বিষ্ফোরক দাবি মালদার নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের স্ত্রীর ...

আটক বাংলাদেশি মৎস্যজীবীদের ফেরাচ্ছে ভারত, বাংলাদেশ থেকেও ফিরছেন ভারতীয় মৎস্যজীবীরা...

সারাদিনের চেষ্টাতেও শেষ রক্ষা হল না, স্থানীয় যুবকের সাহায্যে কয়লা খনি থেকে উদ্ধার নিথর দেহ...

দেশি বোমা তৈরি করতে গিয়ে বিপত্তি, মুর্শিদাবাদে ভয়াবহ বিস্ফোরণে গুরুতর জখম বেশ কয়েকজন...

জমি নিয়ে বিবাদ, জয়নগরে ব্যাপক বোমাবাজি, ভাঙচুর...

সাধারণ মানুষ এখন আমায় অত্যাচার করে, কারও মনুষ্যত্ব নেই, আক্ষেপ রানু মণ্ডলের...

মুখ্যমন্ত্রীর কাছে নিরাপত্তা পর্যালোচনার আর্জি কৃষ্ণেন্দুর, রক্ষীদের কাছ ছাড়া না হওয়ার নির্দেশ মন্ত্রী সাবিনার...

কোটি টাকার লুটপাটের পর গৃহস্থের বাড়িতেই জমিয়ে রান্না-খাওয়া, সঙ্গে আমেজে সুরাপান, চোরেদের কীর্তিতে তোলপাড় বর্ধমান...

ভরা শীতেও গেল না জল যন্ত্রণা, পুরসভার পাইপ ফেটে বিপত্তি হাওড়ার এই দুই ওয়ার্ডে...

ব্যবসার আড়ালে ভয়ঙ্কর লেনদেনের অভিযোগ, মুর্শিদাবাদে ব্যবসায়ীর বাড়ি-দোকানে ইডি-র হানা...

গানের আওয়াজে বোঝা গেলনা হাতির উপস্থিতি, পিকনিক স্পটে আচমকাই গজরাজের আক্রমণ ...

সিদ্ধান্ত নেওয়া হবে শীঘ্রই, রেল কর্তৃপক্ষের আশ্বাসের পর বন্ধ প্রতিবাদ আন্দোলন...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



04 24