বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

বিনোদন | EXCLUSIVE: ৮৭-তেও তরতাজা যুবক ধর্মেন্দ্র! কোন ছবিতে বডি ডাবল’ ছাড়াই অ্যাকশন করলেন?

Reporter: শ্যামশ্রী সাহা | লেখক: উপালি মুখোপাধ্যায় | Editor: শ্যামশ্রী সাহা ২০ এপ্রিল ২০২৪ ০০ : ০৯


আরও একবার চর্চায় ধর্মেন্দ্র। চর্চায় ৮৭ বছর বয়সে অ্যাকশন করার জন্য। সৌজন্যে বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের ষষ্ঠ পরিচালনা ‘অগ্নিযুগ দ্য ফায়ার’। স্বাধীনতা সংগ্রামীদের জীবন নিয়ে ছবি বানাচ্ছেন প্রবীণ তারকা অভিনেতা। সেখানে ধর্মেন্দ্র লালা লাজপৎ রাই। আজকাল ডট ইনকে বিশ্বজিৎ নিজে জানিয়েছেন, ছবিতে ‘বডি ডাবল’ ছাড়াই অ্যাকশনে অংশ নিয়েছেন। এখবর জেনে বাবার শুটিং দেখতে এসেছিলেন ধর্মেন্দ্রর ছোট ছেলে ববি দেওল। এখানেই শেষ নয়। ছবিতে ‘রবীন্দ্রনাথ ঠাকুর’-এর ভূমিকায় অভিনয় করছেন অনুপম খের। শুটের আগে তিনি বেশ কিছুদিন বোলপুরে থেকে গিয়েছেন। বিশ্বকবিকে খুঁটিয়ে জেনেছেন। তারপর ক্যামেরার মুখোমুখি হয়েছেন। 

নতুন পরিচালক নিজে ধর্মেন্দ্রর এই অধ্যবসায় দেখে মুগ্ধ। বলেছেন, ‘‘আমার কাছে পুরো আত্মসমর্পণ করে ও। বলেছে, দাদা আমি তো লাজপৎ রাইকে দেখিনি। তুমি যেভাবে বলবে আমি সেভাবে চরিত্র ফুটিয়ে তুলব। এই আত্মসমর্পণ এযুগের অভিনেতাদের মধ্যে দেখা যায় না। তাঁরা নিজেদের মতো করে চরিত্রে অভিনয় করেন।’’ ধর্মেন্দ্র সে পথে হাঁটেননি। উল্টে সোজা জানিয়ে দিয়েছেন, ‘বডি ডাবল’ নিয়ে অ্যাকশনে অংশ নেবেন না। নিজেই যা পারেন করবেন।

একই অধ্যবসায় দেখা গিয়েছে অনুপম খেরের মধ্যেও। তিনিও কবিগুরুকে চেনার চেষ্টা করেছেন পরিচালকের চোখ দিয়ে। পরিচালকের মতে, রবীন্দ্রনাথ ঠাকুর সরাসরি রাজনীতিক ছিলেন না। কিন্তু রাজনীতিমনস্ক ছিলেন। সেই জায়গা থেকেই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে তিনি ইংরেজদের দেওয়া ‘নাইট’ উপাধি ত্যাগ করেছিলেন। এও জানিয়েছেন, এই ধরনের ছবি বানানো প্রচণ্ড পরিশ্রমের। প্রচুর গবেষণা করতে হচ্ছে। ভীষণ স্পর্শকাতর বিষয়। হয়তো সমালোচিতও হবেন। তবু চেষ্টার কসুর করছেন না। প্রবীণ তারকা অভিনেতা নিজের চোখে গান্ধীজিকে দেখেছন। দেখেছেন, কীভাবে অত্যাচারিত হয়েছেন ভারতবাসীরা। কলকাতার রাস্তায় ট্যাঙ্ক চলতে দেখেছেন। এই সব স্মৃতি তাঁকে ছবি বানাতে উদ্বুদ্ধ হয়েছেন। বিশ্বজিৎ স্বপ্ন দেখেন, তাঁর ছবি দেখে ভারতকে জানবে আগামী প্রজন্ম। স্বাধীনতা আন্দোলনের কথা। স্বাধীনতা সংগ্রামীদের জীবন।

পরিচালকের আফসোস, এমন অনেক বিপ্লবী আছেন যাঁদের কেউ চেনেন না। যাঁদের নিঃস্বার্থ আত্মবলিদান দেশ মনে রাখেনি। বিশ্বজিৎ চট্টোপাধ্যায় সেই সব স্বাধীনতাসংগ্রামীদের বিস্মৃতি থেকে তুলে আনতে চান। এই ভাবনা থেকেই তৈরি হচ্ছে অগ্নিযুগ। যা এই বছরের শেষে বা সামনের বছর প্রেক্ষাগৃহে সম্ভবত মুক্তি পাবে।






বিশেষ খবর

নানান খবর

Celebrating Children's Day  #ChildrensDay #HappyChildrensDay #HealthForKids #RightToLearn #NoToChildAbuse

নানান খবর

'লুটেরা'র বন্ধু এবার শত্রু? 'ডন' রণবীরকে টক্কর দিতে আসছেন বিক্রান্ত ম্যাসি?...

রণবীর সিং-এর সঙ্গে 'শক্তিমান' প্রতিযোগিতায় নেমেছেন মুকেশ খান্না? বিস্ফোরক জবাব মুকেশ খান্নার...

সমাজের কোন কঠিন সব বিষয় হাসির কম্বলে মুড়ে হাজির করবে গার্গী-রজতাভর 'বলরাম কান্ড'?...

মেয়ের জন্মের তিন মাস পর প্রথম এই কাজ করলেন রাহুল! সমাজ মাধ্যমে কী জানালেন অভিনেতা? ...

বাংলা ভাষার ধ্রুপদী মুকুটপ্রাপ্তি, উদযাপনে অভিনব আয়োজন 'ছায়ানট'-এর ...

২০ বছর পেরল ‘অ্যায়েতরাজ’, সিক্যুয়েলের ঘোষণা সুভাষ ঘাই-এর, ফের একসঙ্গে হাজির হচ্ছেন অক্ষয়-প্রিয়াঙ্কা-করিনা? ...

আসছে ‘বাজিগর ২’! নায়কের ভূমিকায় ফের শাহরুখ? বড় ঘোষণা প্রযোজক রতন জৈনর ...

শ্রাবন্তীর সঙ্গে জুটি বাঁধা থেকে পরমব্রত, ‘একেনবাবু’র সঙ্গী, ২০২৫-এ টাটকা তিনটি ছবি নিয়ে আসছেন ঋত্বিক ...

গুলশন কুমারের বায়োপিকে রাজি আমির! তবু স্রেফ এই একটি কারণেই পিছিয়ে যাচ্ছেন নির্মাতারা...

দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত, ৫ মাসের অন্তঃসত্ত্বা অবস্থাতেও করছেন শুটিং, চালাচ্ছেন গাড়ি! ...

বাবার সঙ্গে ঝগড়াটা শেষ হয়ে গেল, ভাবটা থাকল', মনোজ মিত্রকে শেষযাত্রায় বিদায় কন্যার ...

এক পলকে ১০০ পর্ব পার দীপ্তেশ-নীলার, শুটিংয়ের ফাঁকে কেমনভাবে হল সেলিব্রেশন?...

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্টের অভিযোগ, বড়সড় বিপাকে রামগোপাল বর্মা...

‘সৎপাত্র’-এর প্রশংসা এবার বিদ্যার মুখে! তাল মেলালেন রাজেশ শর্মাও ...

‘কপ ইউনিভার্স’-এর নয়া ছবির ঘোষণা রোহিত শেঠির, দায়িত্ব সামলাবেন ‘লেডি সিংহম’! ...



সোশ্যাল মিডিয়া



04 24