শুক্রবার থেকে শুরু ১৮তম লোকসভা নির্বাচন। আজ দেশের ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ চলছে। জম্মু ও কাশ্মীরের উধামপুর লোকসভা কেন্দ্রে সকাল থেকে চলছে ভোটগ্রহণ প্রক্রিয়া। ভারী বৃষ্টি উপেক্ষা করে বুথে হাজির হচ্ছেন হাজার হাজার মানুষ।
বৃহস্পতিবার রাতে বিয়ে সেরে, শুক্রবার ভোরবেলায় উধামপুরের এক বুথে গিয়ে ভোট দিলেন সাহিল ও রাধিকা। নবদম্পতির পরনে ছিল বিয়ের পোশাক। সঙ্গে ছিলেন বরযাত্রীরাও। ভোট দিয়ে যারপরনাই খুশি তাঁরা। অন্যদিকে গতকাল বিয়ের পর আজ আরও এক যুবক বিয়ের সাজে বুথে গিয়ে ভোট দেন।
