শনিবার ২৭ জুলাই ২০২৪

সম্পূর্ণ খবর

TheArcArt

আগেরবারের ফল না নতুন মুখ? কোন দিকে গড়াবে জলপাইগুড়ির জল?

AM | ১৯ এপ্রিল ২০২৪ ০১ : ৩৬


আজকাল ওয়েবডেস্ক: শুরু লোকসভা ভোটের প্রথম দফার নির্বাচন। কোচবিহারের মতোই জলপাইগুড়ি কেন্দ্রে লড়াই করছেন এক সাংসদ ও এক বিধায়ক। কেন্দ্রটি তফসিলি জাতি"র জন্য সংরক্ষিত। ২০১৯য়ে এখান থেকে নির্বাচিত হন বিজেপির জয়ন্তকুমার রায়। দ্বিতীয় স্থানে ছিল তৃণমূল। এবছর তৃণমূল এই কেন্দ্রে তাদের প্রার্থী বদল করে দাঁড় করিয়েছে নির্মলচন্দ্র রায়কে। যিনি ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক। বিজেপি তাদের প্রার্থী বদল করেনি। উত্তরবঙ্গ ধরে রাখতে এবং ছিনিয়ে নিতে বিজেপি ও তৃণমূল দুই দলই ঝাঁপিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেমন নিজে জলপাইগুড়িতে সভা করে গেছেন তেমনি তৃণমূলের তরফেও সভা করে গেছেন দলনেত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। কথা রাখার সঙ্গে উন্নয়নের প্রতিশ্রুতি উঠে এসেছে দুই তরফ থেকে। হয়েছে রোড শো"ও। জোরতার প্রচার চালিয়েছে বামেরাও। এই কেন্দ্রে তাদের তরুণ প্রার্থী দেবরাজ বর্মণ। 
একসময় এই কেন্দ্রটি ছিল বামেদের শক্ত ঘাঁটি। মোট ৯ বার এই কেন্দ্রে জয়ী হয় তারা। যা এখনও পর্যন্ত রেকর্ড। কিন্তু ২০১৪তে তৃণমূলের বিজয়চন্দ্র বর্মণ এই কেন্দ্রে ঘাসফুলের পতাকা ওড়ান। আপাতত যথেষ্ট চর্চার মধ্যেই আছে এই কেন্দ্রটি। বিজেপিকে সরিয়ে তৃণমূল দখল করে না বিজেপি আবারও জেতে? না সব হিসাব উল্টে দিয়ে বামেরা তাদের লাল পতাকা ওড়ায়? উত্তর মিলবে ৪ জুন।




বিশেষ খবর

নানান খবর

Advertise with us

নানান খবর



রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া